রবিবার, অক্টোবর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অবশেষে ইউপি সদস্যের বিরুদ্ধে জেলে পাঠানো সেই তরুণীর মামলা

অবশেষে জামিনে মুক্ত হয়ে সেই তরুণী ইউপি সদস্য ও যুবলীগ নেতা তিতাস রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আজ সোমবার নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে ওই মামলাটি দায়ের করেন।

মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)৩০ ও দ-বিধি ৫০৬ (২) ধারায় তিতাস রহমানকে প্রধান করে তার বাবা, ভগ্নিপতিসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ করা হয়েছে, বামুনিয়া ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক তিতাস রহমান ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রায় দেড় বছর ধরে বিভিন্ন সময়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের চাপ দিলে টালবাহানা করতে থাকে। এরই মধ্যে গত বুধবার তিতাস রহমান অন্যত্রে বিয়ের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে বিকেল ৫টার দিকে তিতাসের বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী। এ সময় তিতাস বাড়ি থেকে পালিয়ে গেলে তার বাবা মশিয়ার রহমান তরুণীকে বাড়িতে রাতে থাকতে বলেন এবং পরদিন তিতাসকে এনে বিয়ে দেওয়ার কথা বলে আশ্বস্ত করেন। কিন্তু পরদিন বিয়ে না দিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গতকাল রবিবার ওই তরুণী জামিনে মুক্তি পেয়ে আজ সোমবার আদালতে মামলাটি দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী মো. আখতারুজ্জামান বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। কি আদেশ দিয়েছেন সেটি আগামীকাল জানা যাবে।

তিনি আরো বলেন, তরুণীকে ধর্ষণ, ধর্ষণের কাজে সহযোগিতা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, ওই তরুণীর বাড়ি ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামে। সে নীলফামারী সরকারী কলেজের ইসলামের ইতিহাসের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিয়ের দাবিতে তিতাসের বাড়িতে ছাত্রীটি অবস্থানের সময় এলাকাবাসী এবং সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘প্রায় দেড় বছর আগে তিতাস রহমানের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে আমার পরিচয় হয়, তারই সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সম্পর্কের জের ধরে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন তিতাস। এখন বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকেন। লোকমুখে জানতে পারি তার বিয়ের জন্য গত বুধবার তাকে দেখতে আসবে মেয়ে পক্ষের লোকজন। এরপর তার সঙ্গে বার বার মুঠোফোনে কথা বলার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে আমি তার বাড়িতে অবস্থান নেই। কিন্তু আমাকে দেখে তিতাস রহমান তার বাড়ি থেকে পালিয়ে যান।’

ইউপি সদস্য তিতাস রহমান বামুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বলেও জানান তিনি।

এদিকে ইউপি সদস্য তিতাস রহমান ও তার বাবা মশিয়ার রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সীবিস্তারিত পড়ুন

নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !

এম ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়িবিস্তারিত পড়ুন

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহতবিস্তারিত পড়ুন

  • মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে মেয়ের আত্মহত্যা
  • নীলফামারীতে ধর্ষণের পর গৃহবধূকে হত্যা
  • ডিমলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ১, ও আহত ৪
  • নীলফামারীতে ৫ম শ্রেনীর ছাত্রী ৫ মাসের অন্ত:সত্বা
  • ডিমলায়-অবৈধ ভাবে বন বিভাগের গাছ ও বাশঁ কাটার ধুম! এলাকা জুড়ে তোলপাড়
  • পিতা হারানো অসহায় কলেজ ছাত্রীর ইজ্জতের মুল্য তিন লাখ টাকা, চেয়ারম্যানের যোগসাজসে রফাদফা!!
  • ডিমলায় ইয়াবা ও হেরোইন সহ গ্রেফতার-২
  • “বোমা ফাটিয়ে পুলিশ মেরেছে, বিদ্যুতের খুটি উপড়ে ফেলেছে, এরা দেশের মানুষের ভালো চায়না”
  • নীলফামারীতে অজ্ঞাত হিজড়ার গলা কাটা লাশ উদ্ধার!!
  • জলঢাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫টি ঘর।
  • ডিমলায়-মুক্তিযোদ্ধাদের আমরন অনশন ভাঙ্গালেন এমপি আফতাব
  • ট্রাক্টরের ধাক্কায় মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু