বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ট্যাম্পাকো মালিকের জামিন শুনানি মঙ্গলবার

গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন ও তার স্ত্রীসহ আটজনের আগাম জামিন আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আজ প্রাথমিক শুনানি শুরুর পর পরবর্তী শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতে মালিকের পক্ষে শুনানির জন্য উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।

দীর্ঘদিন মকবুল হোসেনকে প্রকাশ্যে দেখা না গেলেও সোমবার অনেকটা হঠাৎ করেই আদালতে হাজির হন তিনি।

প্রসঙ্গত টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার চেয়ারম্যান মকবুল হোসেন, তার স্ত্রী, ছেলেমেয়ে ও মেয়ের জামাইসহ ১০জনের বিরুদ্ধে হত্যাসহ সাত ধারায় মামলা করে পুলিশ। কারখানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও ভবন ধসে কমপক্ষে ৩৪ জন নিহত ও আহতের ঘটনায় টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদি হয়ে ১৭ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, টাম্পাকোর চেয়ারম্যান মকবুল হোসেন (৬৫), তার ছেলে কারখানার এমডি তানভীর আহম্মেদ (৪০), তার স্ত্রী কারখানার সার্বিক দায়িত্বে থাকা পারভীন (৫৮), মেয়ে পরিচালক আদিবা পারভীন (৩২), মেয়ের জামাই ডিএমডি শফি সামী (৪০), জিএম শফিকুর রহমান (৫৫), ম্যানেজার (অ্যাডমিন) মনির হোসেন (৫০), ম্যানেজার (সার্বিক) সমীর আহম্মেদ (৩৫), ডিএমডি আলমগীর হোসেন (৪৮) ও ম্যানেজার (নিরাপত্তা) হানিফ (৪২)।

মকবুল হোসেন সিলেটের গোপালগঞ্জ থানার সুন্দিসাইল এলাকার বাসিন্দা। মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা কারখানার শ্রমিক ও পথচারীদের হত্যা করার জন্য ঝুঁকিপূর্ণ ভবন, ত্রুটিপূর্ণ গ্যাস লাইন/ঝুঁকিপূর্ণ বয়লার মেরামত না করে এবং সঠিকভাবে দায়িত্ব পালন না করে পূর্ব পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের সাহায্যে শ্রমিক ও পথচারীদের হত্যা ও গুরুতর আহত এবং জখম করে তাদের অপূরণীয় ক্ষতি করেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর টাম্পাকো মালিকসহ আট কর্মকর্তাকে আসামি করে আরো একটি মামলা করা হয়। নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের টঙ্গী থানায় ওই মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে কারখানা মালিকের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছিলেন, যেকোন সময় মকবুল হোসেনকে তারা গ্রেফতার করতে পারেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি

চলমান উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করেবিস্তারিত পড়ুন

সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীরবিস্তারিত পড়ুন

জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত পড়ুন

  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • আমাদের মূল চালিকাশক্তি অসাম্প্রদায়িকতার প্রতীক পয়লা বৈশাখ : পররাষ্ট্রমন্ত্রী
  • উন্নত দেশ গড়াতে একসাথে কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • আগামীকাল আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রধর্ম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়
  • সংস্কৃতিতে আরও বেশি শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • অনলাইন জুয়া-বেটিং-গেমিংয়ের কারণে অর্থপাচার বাড়ছে: অর্থমন্ত্রী
  • ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের