অভিযোগ ফেসবুকে সমাধান গুলশানে

রাজধানীর গুলশানের স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ২২ বছর ধরে দখলে থাকর ফুটপাত খালি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির নিয়ন্ত্রিত ‘আমরা ঢাকা’ নামের ফেসবুক পেইজে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সম্প্রতি ফুটিপাতটি দখলমুক্ত করে।
ফুটপাতটি দখলের বিষয়ে ‘আমার ঢাকা’-কে তথ্য দেন সাইফুল শাহীন নামে এক ব্যক্তি। ফুটপাতটি দখলমুক্ত করতে তিনি মেয়র আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করেন। এর কয়েকদিন পরই আনিসুল হকের নির্দেশে খালি করা হয় দখলে থাকা ফুটপাতটি।
সোমবার ‘আমরা ঢাকা’ ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে লেখা হয়, ‘অবৈধ দখল উদ্ধারে সচেষ্ট মেয়র আনিসুল হক। গুলশান এভিনিউতে অবস্থিত হোটেল ‘কোর্টইয়ার্ড ম্যারিয়ট’ এর দখলে থাকা ফুটপাত উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গত ২২ বছরে যা সম্ভব হয়নি।
ফেসবুক পোস্টটিতে দখলমুক্ত ওই ফুটপাতের ছবিও দেয়া হয়েছে। মেয়রকে ধন্যবাদ জানিয়ে ভিন্ন একটি পোস্টে তথ্যদানকারী জানিয়েছেন, ‘গুলশান এভিনিউতে অবস্থিত এইচ বি এম ইকবালের মালিকানাধীন হোটেল ‘কোর্টইয়ার্ড ম্যারিয়ট’ এর দখলে থাকা ফুটপাত ২২ বছর পর উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ধন্যবাদ মেয়র আনিসুল হককে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন