সোমবার, মার্চ ২৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অর্থবছরে ইঁদুরের আক্রমণে ৭২৩ কোটি টাকার ক্ষতি :কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, চলতি অর্থবছরে ইঁদুর সারা দেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসলের ক্ষতি করেছে। আজ রোববার সংসদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ ছাড়া প্রশ্নোত্তর পর্বে সুন্দরবনের বাঘ, উড়োজাহাজ ক্রয়, পর্যটন শিল্পে আয়, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ব্যয় বিভিন্ন বিষয় উঠে আসে।

সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ইঁদুরের আক্রমণে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে। যার বর্তমান বাজারদর ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন। যার বাজারদর ২০০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। গমের ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। যার বাজারদর ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।

প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, সুন্দরবনের বাঘ মাঝেমধ্যে গ্রামে প্রবেশ করে। বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। গ্রামে বাঘ ঢোকার খবর পাওয়া গেলে এই দলটি ব্যবস্থা নেয়। এ পর্যন্ত বন থেকে লোকালয়ে আসা তিনটি বাঘকে চেতনানাশক ওষুধ দিয়ে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরের মাসে দুটি নতুন উড়োজাহাজ (৭৩৭-৮০০) এবং ২০১৯-২০ সালে চারটি নতুন উড়োজাহাজ (৭৮৭-৮) কেনা হবে।

মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে (মার্চ পর্যন্ত) পর্যটনশিল্পের মাধ্যমে ৯১০ কোটি ৬৫ লাখ টাকার সম পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ১৪৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে পুনর্বাসন কার্যক্রমে আরও প্রায় ১২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রশ্নের জবাবে মোজাম্মেল জানান, বাংলাদেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ২০৯ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশেবিস্তারিত পড়ুন

বগুড়ার ট্রাকের ধাক্কায় দু’জন নিহত, আহত ২১ জন

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত ও অন্তত ২১ জনবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আট সদস্যকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

  • নাহিদ: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে
  • মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া
  • শহরের এক নীরব ঘাতক শব্দদূষণ
  • বিয়ের প্রলোভনে ধর্ষণে সর্বোচ্চ সাজা ৭ বছর
  • প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি থাকছে না
  • রেমিট্যান্সে নতুন রেকর্ডের সম্ভাবনা
  • যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ সরকারি কর্মকর্তা
  • ‘ধর্ষণ-হত্যার হুমকি’র বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে
  • ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত
  • ‘ঢাকার অলি-গলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে’
  • মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার