শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মাহি!

বাংলা সিনেমার নাম্বার ওয়ান খ্যাতি পাওয়া নায়িকা মাহিয়া মাহি এখন খুবই ফ্রি সময় কাটাচ্ছেন। ‘অগ্নি টু’ সিনেমাটি মাহির জীবনে এক অন্যরকম মোড় এনে দেয়। আর তাই এই সিনেমাটি শেষ করার পর এখন তার হাতে আর তেমন কোন কাজ নেই। এখন তিনি খুবই ঠান্ডা মেজাজে এগুচ্ছেন।

জাজ মাল্টিমিডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে অনেক হেস্ত-নেস্ত হতে হয়েছে তাকে। তাই এবার নতুন করে কার ঘরে গিয়ে নতুল চলচ্চিত্রের সাথে যুক্ত হবেন। অথবে কোন চলচ্চিত্র প্রযোজনা করবেন কি না সোই ভাবনায় এখন তাকে দিন রাত ভাবাচ্ছে।

তবে এসবের মাঝে ঢাকাইয়া সিনেমার এক নাম্বার খেতাবের মাহিকে যেন আপনি একটু খুজে পাবেন না। তিনি যেন এখন আগের ছােট্ট বেলার সেই মাহিটিই রয়ে গেছেন। তাকে দেখে বুজার উপায় নেই যে তিনি বাংলাদেশের সেরা নায়িকা। মাহি এখন যেই দুনিয়ায় বাস করছেন তার সেই দুনিয়ায় নেই কোন লাইট-ক্যামেরা-অ্যাকশন। না আছে কোন মানসিক চাপ অথবা নেই কোন সংঘাতের ভয়। এই দুনিয়া একে বারে আলাদা।

মাহি যেন এখন সেই ঘরের লক্ষি মেয়েটি। চুপটি করে ঘরের মধ্যে বসে থাকেন। এক সাধারণ মেয়ের জীবন যাপন যেন মাহির মাঝে ফুটে উঠছে। জানি হয়তো আপনার বিশ্বাস হবেনা। কারণ আপনার চোখের সামনে যে অগ্নী মানবিকে দেখেছেন আপনি আগ্নী সিনেমাতে তার সাথে আমার কথার কোন মিলই আপনি খুজে পাচ্ছেন না তাই তাে?

তাহলে চলুন এবার একটু বাস্তবতায় ফিরিয়ে নিয়ে যাই। বর্তমান সময়ে (০৮ থেকে ৮০) আমরা সকলেই ফেইজবুকের আনেক ভক্ত তাহলে তারাকার নয় কেন? এবার চলুন একটু মাহির ফেইজবুক পেইজ থেকে ঘুরে আসি তাহলেই আপনার চোখের সামনে আমার কথাগুলোর স্পষ্টতা প্রমান পাবে। সেখানে গুরতে গিয়েই অবাক হওয়ার মতো অবস্থা এই মাত্র গোসল সেরে এসেছেন মাহি। বিকেল বেলার মিষ্টি রোদে বসে আছেন। দেখছেন কি ভাবে বিকেলের সূর্য মাহিকে দেখে খুব তাড়া তাড়ি নিজেকে লুকিয়ে পেলছে। এবং একজন সাধারণ মেয়ের মতো বন্ধুদের সাথে মাতিয়ে আড্ডায় ব্যস্ত আছেন এমনি সকল ছবি স্থান পেয়েছে। এই কি তাহলে আমাদের সেই মিষ্টি মেয়ে মাহিয়া মাহি?

আর সেই চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে বাহির হয়ে বন্ধুদের নিয়ে গুরতে বাহির হয়েছিলেন বৃহস্পতিবারে। সেখানে মাহি ছাড়াও রয়েছে আরো ছয়জন বন্ধু। উদ্ধেশ্য সিলেটের সেই আকা-বাঁকা মেঠোপথ গুলো এক বার গুরে দেখা, গুরে দেখবো পাহাড়, ঝরনাসহ আরো আনেক কিছু। কিন্তু এই যে ছিলো নিয়তিতে তাই বা কে জানতো। রাস্তার মধ্যেই অ্যাকসিডেন্টের শিকার হয় তাদের গাড়িটি। এক কথায় বলতে গেলে তারা যেই গাড়িটির মধ্যে ছিলো সেই গাড়িটির সামনের পাশ ধসে গেছে। এবং ভেঙ্গে গেছে লূকিং গ্লাসটিও। তার পরওকি দমাতে পারে এই তারুণ্য ভরা দলটিকে। না, তাদের দমানোর কোন ভাষাই নেই কারোর। অ্যাকসিডেন্টের পরও যেন সকলের চিৎকার চেচামেচিতে মেতে আছেন তারা তদের কাছে কাছি কারের আসাই যেন বড় দায়।

অ্যাকনিডেন্টের পরও কেন এমন ফুরফুরে মেজাজে আছেন মাহি? তার গোপন সংবাদে মাধ্যেমে জানতে পারলাম কিছুদিন পরই আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় যাওয়ার ডাক আসছে মাহির। আর তা হলো বর্তমানের ঢাকাইয়া চলচ্চিত্রের সুপার হিরো আরেফিন শুভর বিপরীতে সিনেমাটির নামও নির্ধারণ করা হয়েছে দঢাকা অ্যাটাক’ নামে। দিপংকর সেনগুপ্ত দীপন এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন। সকল কিছু সুন্দর ভাবে চলতে থাকলে আগামী নভেম্বার মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানাযায়।

আর তাই মাহিকে কে পায়। এমন সুখের সংবাদে তাই সদলবলে বন্ধুদের নিয়ে গুরতে বাহির হয়েছে সেই লাল মাটির দেশে। তা ছাড়া এই কটা দিন ঘরে বসে থেকে একা একা বোর হয়ে যাবেন ভেবেই বন্ধুদের নিয়ে হঠাৎই এই আয়োজন করে বসলেন। আর যাই হোক তবে প্রাণে রক্ষা পেয়ে এবং নতুন সিনেমার সংবাদে মাহিয়ে এখন যেন সিলেটের হাওয়ায় উড়ে বেড়াচ্ছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন