আজিমপুর গোরস্তানে চিরনিদ্রায় দীপন

রাজধানীর আজিমপুর গোরস্তানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে। আজ রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুরে দাফন করা হয়।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে দীপনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক হওয়ায় পরিবার নিয়ে তিনি এখানেই থাকতেন।
জানাজার আগে ছেলের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল কাশেম ফজলুল হক। এসময় চশমার ভেতরে হাত দিয়ে তাকে চোখের পানি মুছতে দেখা যায়।
তিনি বলেন, “আমার ছেলের কোনো অপরাধ দেখি না। হয়তো সে অভিজিতের বই প্রকাশ করতো সে কারণে এমনটা হতে পারে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। কেউ কোনো কষ্ট পেলে ক্ষমা করে দেবেন। আর কারো কোনো পাওনা থাকলে আমাদের জানালে তা পরিশোধ করে দেব।”
এদিকে জেএসসি পরীক্ষার আগের দিনে বাবাকে হারায় দীপনের বড় সন্তান রিদাদ। বাবা হারানোর কষ্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষে জানাজায় অংশ নেয় রিদাদ। রিদাদও সবার কাছে বাবার জন্য দোয়া চায়।
গতকাল শনিবার বিকালে শনিবার বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ অফিসে দীপনকে কুপিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন