আপনি কি পাপী? নিয়ে নিন পাপমুক্তির সার্টিফিকেট!
আপনি পাপ করেছেন? নরকের গরম কড়াইতে পুড়ে জ্বালা পাওয়ার ভয় পাচ্ছেন? বড় পাপী বা ছোটো পাপী যাই হোন, চিন্তা করবেন না৷ মুক্তির উপায় রয়েছে৷ এর জন্য আপনাকে খুবই কম টাকা খরচ করতে হবে৷
গঙ্গায় একবার ডুব দিলেই নাকি সব পাপ থেকে মুক্তি মেলে৷ কিন্তু তার কোনও প্রমাণ আছে কি? বর্তমানে চাইলে সেই পাপ মুক্তির সার্টিফিকেটও মিলে যায়৷ তাই রাজস্থানের প্রতাপগড়বাসী একেবারে নিশ্চিন্ত৷ এখানে মাত্র ১১ টাকায় মিলছে পাপমুক্তির সার্টিফিকেট ৷
প্রতাপগড়ের গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থের মন্দির থেকে পাপমুক্তির সার্টিফিকেট দেওয়া হয়৷ রোজ পাপীরা আসেন৷ শিবমন্দির সংলগ্ন কুণ্ডে স্নান করেন৷ তারপর ১১ টাকার দান সামগ্রী পুরোহিতের হাতে তুলে দিলেই মুক্তি৷ মিলে যায় সার্টিফিকেট ! এবার নিষ্পাপ হয়ে খুশিতে বাড়ি ফেরার পালা৷
মন্দিরের পুরোহিতদের সংস্থা রয়েছে৷ যাদের স্থানীয় ভাষায় অমিনত কাছারি বলা হয়৷ এই সংস্থা যাবতীয় জাগতিক পাপ থেকে মুক্তির সার্টিফিকেট দিচ্ছে৷ পূজারী নন্দকিশোর শর্মা জানিয়েছেন, বহু পাপী এই সার্টিফিকেট নিয়ে মুক্তিলাভ করেছেন৷ গৌতমেশ্বরের মেলায় পাপীদের সংখ্যাটি আরও বেড়ে যায়৷ প্রতিবছর আট দিন ধরে মেলা চলে৷ তবে সব দর্শনার্থীরা পাপমুক্তির সার্টিফিকেট নেন না৷পৌরাণিক কাহিনী বলছে, ঋষি গৌতমের দেওয়া অভিশাপে এক পশুর মৃত্যু হয়৷ সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষি গৌতম স্থানীয় একটি কুণ্ডে স্নান করে পাপমুক্ত হন৷ সেই থেকে মন্দিরের কুণ্ডে পাপীরা স্নান করতে আসে৷ কী ভাবছেন? যাবেন রাজপুতনার প্রতাপগড়ে? পাপ মোচনের সার্টিফিকেট সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন নিশ্চিন্তে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন