‘আমি মরতে যাচ্ছি, তোমাকে ভালোবাসি মা’
‘সে আসছে, আমি মরতে যাচ্ছি। তোমাকে ভালোবাসি মা।’ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামিদের নাইটক্লাবের এক সদস্য বন্দুক হামলার সময় মোবাইল ফোনে সর্বশেষ এ বার্তাটি পাঠিয়েছিল তার মায়ের কাছে। রোববার সকালে ৩০ বছরের যুবক এডির মা বাকরুদ্ধ মিনা জাস্টিস সন্তানের পাঠানো সর্বশেষ বার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাব ‘পালসে’ বন্দুক হামলা চালায় ওমর মতিন নামে আফগান বংশোদ্ভূত এক তরুণ। হামলায় নিহত হয়েছে ৫০ জন। আহত হয়েছে আরো ৫৩ জন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে মতিন।
মিনা জাস্টিস জানান, হামলার পরপর তার ছেলে ক্ষুদেবার্তা পাঠিয়ে তাকে পুলিশে খবর দিতে বলে। এডি তাকে জানিয়েছিল, সে বাথরুমে লুকিয়ে আছে এবং হামলাকারী তার দিকে আসছে।
মার্কিন সম্প্রচার মাধ্যম ডব্লিউএফটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, এডি তার মাকে প্রথমে তার মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানায়, ‘ মা, আমি তোমাকে ভালোবাসি। ক্লাবে গোলাগুলি চলছে।’ এরপরই মিনা জানতে চান সে ঠিক আছে কি না। জবাবে এডি জানায় সে বাথরুমে আটকা পড়েছে। মিনা ক্লাবের নাম জানতে চাইলে এডি জানায়, ‘এটি ডাউনটাউনের পালস ক্লাব। পুলিশকে খবর দাও। আমি মরতে যাচ্ছি।’
মিনা এরপর তার ছেলেকে জানান, তিনি পুলিশে খবর দিয়েছেন এবং এডি এখনো সেখানে আছে কি না। জবাবে এডি বলে, ‘ আমি বাথরুমে আছি। সে আসছে। আমি মরতে যাচ্ছি।’
পরের বার্তায় পেয়ে মিনা ছেলের কাছে জানতে চান সে কোন বাথরুমে আছে। জবাবে এডি জানায়, হামলাকারী তাদের খোঁজ পেয়ে গেছে এবং সে তাদেরকে জিম্মি করে ফেলেছে।
এটাই ছিলো এডির শেষ বার্তা। এরপর ঘন্টা পেরিয়ে গেলেও ছেলের আর কোনো বার্তা পাননি মিনা জাস্টিস। ক্লাবের বাইরে উদ্বিগ্ন মিনা পুলিশের কাছে ছেলের কোনো সন্ধানও পাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন