“আমি যখনই সানিকে দৃশ্যটার কথা বললাম”
এর আগে যে তিনি স্ট্রিপটিজ করেননি, এমনটা নয়! প্রাপ্তবয়স্কদের জন্য যে সব ছবি করেছেন সানি লিওন, তাতে হোটেলের ঘরে, পেন্টহাউজে, পার্টির পরে নানা বিভঙ্গে স্ট্রিপটিজ করতে দেখা গিয়েছে সানি লিওনকে। তবে, বলিউডের পর্দায় আইটেম গানে এই প্রথম! আর, সেই স্ট্রিপটিজও কোরিওগ্রাফ করলেন সানি নিজেই!
সানি লিওনকে স্ট্রিপ করতে দেখা যাবে ‘মস্তিজাদে’ ছবির আইটেম গানে। জানা গিয়েছে, গানের ছন্দে ধীরে ধীরে পোশাক খুলে বীর দাস আর তুষার কপূরকে উতলা করে তুলবেন তিনি! তবে, যে চালে স্ট্রিপটিজ করবেন সানি, সেখানে তিনি কিঞ্চিৎ টুকলির আশ্রয় নিয়েছেন। সানির এই আইটেমে তাঁকে স্ট্রিপটিজ করতে দেখা যাবে জেনিফার অ্যানিশটন আর ডেমি মুরের স্টাইলে। ঠিক যেমন চালে ‘উই আর দ্য মিলার্স’ ছবিতে জেনিফার আর ‘স্ট্রিপটিজ’ ছবিতে ডেমি মুর ভক্তদের মাতিয়েছিলেন, তারই ককটেলে এ বার পোশাক খুলছেন সানি!
কথা হল, এর আগে তো নানা ভাবে স্ট্রিপ করেছেন সানি! কী ভাবে পোশাকের এক চিলতে নামিয়ে বুকে ঝড় তুলতে হয় ভক্তদের, তাও তাঁর ভালই জানা! তবে কেন টুকলি করছেন তিনি?
উত্তরটা দিয়েছেন ছবির পরিচালক মিলাপ জাভেরি। “আমি যখনই সানিকে দৃশ্যটার কথা বললাম, ও লাফিয়ে উঠল! বলল, স্ট্রিপটিজটা ও নিজেই কোরিওগ্রাফ করবে! আরও জানাল, ওর চোখের সামনে ভেসে উঠছে জেনিফার অ্যানিশটন আর ডেমি মুরের স্ট্রিপটিজ স্টাইল! সেটাই না কি ছবির জন্য একদম ঠিকঠাক হবে!”
তা, সানি যখন বলছেন, তা-ই হবে! ভারতীয় পুরুষরা কী চায়, সেটা তো এতদিন বলিউডে থেকে ভালমতোই বুঝে গিয়েছেন তিনি!
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন