শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আসুন জেনে নেই সিনেমার নায়িকাদের কার কত আয়

মেয়েদের বয়স জানতে চাওয়া যেমন বিব্রতকর তেমনি কারো বেতন বা আয় জানতে চাওয়াটাও বিব্রতকর। তারপরও মানুষ উৎসুক হয়ে থাকে গোপন এই খবরটি জানার জন্য। কাউকে বিব্রত না করে প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলে প্রিয়.কম হাজির করেছে নায়িকাদের সিনেমা প্রতি আয়ের আনুমানিক হিসাব। আসুন জেনে নেই হিসাবটি।

শাবনূর
একসময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূরকে আর বড়পর্দায় দেখা যায় না। সম্প্রতি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিলে হুমড়ি খেয়ে পড়েন পরিচালক-প্রযোজকরা। ছবি করবেন কি না তা এখনো ঠিক না হলেও পারিশ্রমিক খুব বেশি দাবি করছেন না। ছবি প্রতি ৭ থেকে ১০ লাখেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে।

মৌসুমী
বিশ বছরেরও বেশি সময় ধরে দর্শকের মন জয় করে আছেন মৌসুমী। আগের মতো আর ছবি না করলেও বছরে দু’একটি ছবিতে তাঁর উপস্থিতি লক্ষ করা যায়। তবে নায়িকার চেয়ে চরিত্রাভিনেত্রী হিসেবেই বেশি দেখা যায় তাঁকে। গুণী এই অভিনেত্রী ছবি প্রতি ৭ থেকে ৮ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে।

পপি
বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন জনপ্রিয় নায়িকা পপি। ভাল গল্প আর ভাল পরিচালকের অপেক্ষায় থাকা এই নায়িকাও ছবি প্রতি ৬ থেকে ৭ লাখ টাকা হাকাচ্ছেন বলে জানা গেছে।

অপু বিশ্বাস
আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা পান তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। শুরুতে অপু বিশ্বাস ২ থেকে ৩ লাখ টাকা পারিশ্রমিক নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়িয়ে ৭ থেকে ৮ লাখ টাকা নেন। চলচ্চিত্রের মন্দা অবস্থায় মাঝে কিছুদিন ৩ থেকে ৪ লাখ টাকা নিলেও এখন আবারো পারিশ্রমিক বাড়িয়ে ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন তিনি।

ববি হক
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ইয়ামীন হক ববি। এরপর বেশ কিছুদিন বিরতি দিয়ে ২০১৩ সালে একই পরিচালকের ‘দেহরক্ষী’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নিয়মিত হন চলচ্চিত্রে। শুরুতে নামমাত্র পারিশ্রমিক নিলেও ববি এখন সিনেমা প্রতি ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন।

জয়া আহসান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বড় পর্দায় এসেছেন খুব বেশিদিন হয়নি। বেছে বেছে কাজ করেন তিনি। ফলে শুধুমাত্র পারিশ্রমিক নয়, চান মনের মতো গল্প আর পরিবেশও। আবার নির্দিষ্ট কোনো পারিশ্রমিকেও নিজেকে বন্দি করে রাখেননি এ তারকা। পরিচালক-প্রযোজক বুঝে পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তবে আনুমানিক ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা গেছে।

মাহিয়া মাহি
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন মাহিয়া মাহি। কয়েক বছরের ব্যবধানেই গায়ে জড়িয়ে নিয়েছেন শীর্ষ নায়িকার তকমা। শুরুতে ছবি প্রতি ২ থেকে ৩ লাখ টাকা নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকের পরিমাণও ক্রমশ বাড়তে থাকে। মাহি বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

বিদ্যা সিনহা সাহা মিম
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। এরপর নিয়মিত হন নাটকে। মাঝখানে শাকিব খানের সঙ্গেও একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু দর্শকের সাড়া না পেয়ে আবারো ফিরে যান ছোটপর্দায়। তবে খুব বেশিদিন ছোটপর্দায় পড়ে থাকতে হয়নি এই নায়িকাকে। কয়েক বছর ধরে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন চলচ্চিত্রে। জয়া আহসানের মতো মিমও নিজেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিকে আবদ্ধ রাখেন নি। পরিচালক ও প্রযোজক ভেদে ওঠানামা করে তার পারিশ্রমিক। তবে পারিশ্রমিকে ৬ থেকে ৭ লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ আছেন তিনি।

পরী মণি
শাহ-আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরী মণি। ছবি মুক্তির আগেই পরিচালক-প্রযোজকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ফলে দর্শকের সামনে হাজির হওয়ার আগেই পরী মণি চুক্তিবদ্ধ হন প্রায় ৩০টি ছবিতে। শুরুর দিকে পরী ১ থেকে ২ লাখ টাকা নিলেও পরিচালক প্রযোজকদের ব্যাপক চাহিদার কারণে পারিশ্রমিক বাড়িয়ে বর্তমানে ছবি প্রতি ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন।

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদও ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজ করছেন সম্প্রতি। কোন ছবি মুক্তি না পেলেও চলচ্চিত্র প্রযোজকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠেছেন এ নায়িকা। জানা যায়, ছবি প্রতি ২ লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী।

আঁচল
‘ভুল’ ছবি দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন আঁচল। সম্প্রতি বেশকিছু জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে নিজেও জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথমে ২ লাখ টাকা করে পারিশ্রমিক নিলেও এখন সিনেমা প্রতি পারিশ্রমিক নিচ্ছেন ৩ থেকে ৪ লাখ টাকা করে। এদিকে একেবারে নতুন নায়িকাদের মধ্যে অমৃতা খান, শিরিনি শিলা, নিঝুম রুবিনাসহ অনেকেই নিয়মিত কাজ করছেন চলচ্চিত্রে। আনকোরা এই নায়িকারাও পরিচালক-প্রযোজক বুঝে নিজেদের পারিশ্রমিক হাকাচ্ছেন। তবে এটা ১ থেকে ২ লাখের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে জানা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সকাল থেকে ঢাকায় বৃষ্টি

ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা

রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন

নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন

  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪
  • ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
  • ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
  • নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
  • ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা 
  • জামালপুরে ৮ জুয়ারিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
  • দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি
  • আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন