সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

একজন স্বপ্ননির্মাতার দুঃস্বপ্নের রাত

গোলাম রাব্বী আমার খুব কাছের ‘ছোট ভাই’। লেখালেখির সুবাদে আবার সহকর্মীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাব্বী ছাত্রজীবনে যুক্ত হয় গণমাধ্যমের সঙ্গে। শিক্ষাজীবন শেষে যোগ দেয় বাংলাদেশ ব্যাংকে। পেশা পরিবর্তন হলেও গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এখনো। চাকরি-বাকরি বা ক্যারিয়ার বিষয়ক লেখালেখি করে। তাই রাব্বীকে আমি ‘স্বপ্ননির্মাতা’বলে ডাকি। ও মানুষকে স্বপ্ন দেখায়্- কীভাবে ক্যারিয়ার গড়া যায়, জীবনের সফলতা লাভের উপায় কী ইত্যাদি।

সদা হাস্যোজ্জ্বল, আড্ডায় প্রাণবন্ত রাব্বি কখনো সিগারেটে ঠোঁট লাগায়নি। আর পুলিশ তার ওপর তল্লাশি চালায় মাদক বহন করা হচ্ছে এমন সন্দেহে। শুধু তল্লাশিতেই সীমাবদ্ধ থাকেনি জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ। তারা বিনা কারণে তাকে নির্যাতন করেছে; ক্রসফায়ারে মেরে ফেলার মতো রক্ত হিম করা হুমকিও দিয়েছে।

সেই দুঃস্বপ্ন-কবলিত রাতের ঘটনার আগে রাব্বি ছিল বন্ধু আর আত্মীয়ছায়ায়। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু তাকে মোহাম্মদপুর পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। সেখানে এক আত্মীয়ের বাসায় রাতের খাবার খেয়ে হেঁটে কলেজ গেটের উদ্দেশে রওয়ানা হয়। রাত তখন ১১টার মতো বাজে। রাস্তায় অনেক লোকজনের চলাচল। বেশ কিছু দোকানপাটও খোলা। রাব্বি কলেজ গেটের উদ্দেশে যাচ্ছে, সেখান থেকে গাড়িতে উঠে কল্যাণপুরের বাসায় ফিরবে বলে।

কিন্তু হঠাৎ করে পুলিশের গাড়ি এসে আটকায় তাকে। এর পরপরই ২০-২৫ জন লোক আশপাশে জড়ো হয়। রাব্বির বেশভূষা দেখে তারা তাকে ছেড়ে দিতে অনুরোধ জানালেও পুলিশ তাতে কর্ণপাত করেনি। বরং তাকে গাড়িতে তুলে নিয়ে এসআই মাসুদ মোহাম্মদপুর এলাকায় চক্কর দিতে থাকেন। এই চক্করে এসআই মাসুদ যেসব হুমকি-ধমকি দিয়ে রাব্বিকে বিপর‌্যস্ত করতে চেয়েছেন তা লোমহর্ষক বললেও কম বলা হবে। রাব্বির জবানিতে জানা যায়, তাকে প্রথমে বলা হয় ৫৪ ধারায় আটক দেখিয়ে মামলার আসামি করা হবে। একপর্যায়ে এসআই মাসুদ হুমকি দিয়ে বলেন, “পুলিশের ক্ষমতা কী জিনিস বুঝস, তোকে মাদক ব্যবসায়ী বানাব, গুলি করব। কেউ জিজ্ঞেস করলে বলব তুই পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে চাইছিলি।” এরপর প্রাণ বাঁচানোর পথ বাতলে দেন মাসুদ নিজেই, “তোর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে তাড়াতাড়ি টাকা নিয়ে আসতে বল। বেশি মানুষ আসলে তোর খবর আছে। কোনো পুরুষ নয়, সম্পর্কে তোর খালা, ফুফু, চাচি হয় এমন কাউকে টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে আসতে বল। তারা এসে তোকে মুচলেকা দিয়ে নিয়ে যাবে, টাকা না আনলে তোর কপালে খারাপি আছে।”

অবশেষে মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে রেডিও ধ্বনির সাংবাদিক জাহিদ হাসানসহ তিন-চারজন খবর পেয়ে আসাদ গেটে ছুটে যান। তাদের দেখে পুলিশের পিকআপ ভ্যান টান দিয়ে দ্রুত সরে যেতে চায়। আড়ং থেকে আসাদ গেট এলাকায় যানজটে আটকা পড়ে গাড়িটি। সেখানে ছুটে গিয়ে রাব্বিকে উদ্ধার করতে চাইলে তার কাছে গাঁজা, হেরোইন পাওয়া গেছে বলে দাবি করেন মাসুদ। তাদের সঙ্গে দীর্ঘ কথা কাটাকাটির পর রাত একটার দিকে রাব্বিকে ছাড়েন এসআই মাসুদ।

কেমন ছিল রাব্বীর মতো একজন স্বপ্ননির্মাতার কাছে দুঃস্বপ্নের সেই রাত, যে দুঃস্বপ্নের স্রষ্টা তারই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্তা। গত শনিবার রাত ১১টার পর যে দুঃসহ ঘটনার গর্তে আবর্তিত হয়েছিল রাব্বি, তা সারা জীবনেও ভুলে যাওয়া সম্ভব হবে না তার পক্ষে।

সকালে রাব্বীর স্ট্যাটাসটা পড়ে আমার শরীর শিউরে ওঠে। আমার শরীর থরথর করে কাঁপে তখন। পরিচয় পেয়ে পুলিশ কেন আরো হিংস্র হয়ে ওঠে? তাহলে কি কখনোই সাংবাদিক পরিচয় দেয়া যাবে না? পুলিশ কেন একজন মানুষকে মেরে ফেলার হুমকি দেবে? যুগে যুগে কি লিমন, কাদের ও রাব্বীর মতো আরো নাম যুক্ত হবে? দীর্ঘ হবে নিরাপত্তারক্ষকদের হাতে নির্যাতিতের সংখ্যা?

রাব্বী আশঙ্কা প্রকাশ করেছে, সেও হতে পারত কাদের কিংবা লিমন! আল্লাহ রক্ষা করেছেন তাকে। কেমন দেশে বসবাস করি আমরা! আর কত লিমন-কাদেরের পরিণতি জন্ম নেবে? রাব্বী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, “যে রাব্বী ‘স্বপ্নের বাংলাদেশ’আর ‘বিশ্বকে মানুষের বসবাস উপযোগী করা ও রাখার জন্য’সর্বতোভাবে নিজে ইতিবাচক চিন্তা করে- কাজ করে- লেখে- বলে; এমনকি ভালো কিছু করার কথা সব সময় ভাবে; একই সাথে অন্যকে ভাবতে সাহায্য করে- উৎসাহ যোগায়, সে আজ কি দেখলো…!”

রাব্বী আজ কী দেখল! আমরাই এ কী শুনলাম! রাব্বীর মতো একজন গণমাধ্যমকর্মী, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা যদি এমন নির্যাতনের শিকার হয়, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তার প্রশ্ন কোথায় গিয়ে নেমে আছে তা সহজেই অনুমেয়।

যে মানুষটি জীবনে বহুবার এমন ঘটনা ‘সংবাদ উপস্থাপক’হিসেবে তুলে ধরেছে; একজন সমাজসচেতন মানুষ হিসেবে বহুবার এমন ঘটনার ইঙ্গিত পত্রিকা-টিভি-রেডিও-অনলাইনের ভাষায় আঁচ করতে পেরেছে, কিন্তু নিজের কাছে প্রত্যক্ষ প্রমাণ নাই- তাই বিশ্বাসযোগ্য মনে হলেও ‘এমনটা হতে পারে না’বলে ভান করেছে; আজ তার জীবনেই ঘটে গেল এমন ভয়াবহ ঘটনা।

দেশের সবগুলো গণমাধ্যমে ফলাও করে সংবাদটি প্রকাশ হওয়ার পর সারা দেশের মানুষ লজ্জায় ছি ছি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। অথচ অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই মাসুদ রানা দম্ভোক্তি করে বলেছেন, “আমি নির্দোষ, আমার কিচ্ছু হবে না। নিরপেক্ষ তদন্ত হোক। আমিই নির্দোষ প্রমাণিত হব। থানার সবাই আমার পক্ষে। আর আমি শুধু একা ছিলাম না, আমার সঙ্গে শাহজাহান ও লতিফ নামে আরও দুই কনস্টেবল ছিল।”

যদিও অভিযুক্ত মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শিকদারকে ক্লোজড করা হয়েছে; সোমবার তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে; তবে জনমনে প্রশ্ন, দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিলেই কি বিচার হয়ে গেল? গণমাধ্যমের সূত্রমতে, ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহেদুল ইসলাম বলেছেন, প্রাথমিক তদন্তে এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

আমরা চাই এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি। রাব্বির সঙ্গে যে আচরণ তিনি করেছেন, তাতে এটা পরিষ্কার যে পুলিশে চাকরি করার ন্যূনতম যোগ্যতা তার নেই। যার হাতে এ দেশের একজন সুনাগরিক লাঞ্ছিত হয়, তাকে দিয়ে দেশরক্ষার মতো গুরুদায়িত্ব পালনের প্রশ্নই আসে না।

গোলাম রাব্বী বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেয়া হয়েছে তাকে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। সুষ্ঠু বিচার হোক। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এমন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর বলতে চাই- ‘আমাকে আমার স্বপ্ন দেখতে দাও, আমাকে আমার স্বপ্নের পথে হাঁটতে দাও’।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া