এক সন্ত্রাসীর গুলিতে আরেক সন্ত্রাসী নিহত
ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে এক সন্ত্রাসীর গুলিতে বাবু নামে আরেক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত বাবু ফতুল্লার গাবতলী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার টাগারপাড় এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকমাস পূর্বে সন্ত্রাসী রফিকের ডিশ লাইনসহ গাবতলী, টাগারপাড় এলাকার ঝুট সেক্টর দখলে নেয় বাবু ও তার লোকজন। ওই সময় রফিকের ভাই উজ্জলকে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। এরপর থেকে রফিক আত্মগোপন করেন। কয়েকমাস পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় একটি মোটরসাইলে করে রফিক তার এক সহযোগীকে নিয়ে টাগারপাড় এলাকায় আসে।
এসময় বাবু লোকজন নিয়ে রফিককে আটক করে একটি বাড়ির গলিতে নিয়ে যায় এবং মারপিট করতে থাকে। তখন রফিক তার কমর থেকে পিস্তল বের করে বাবুর বুকে ঠেকিয়ে একটি গুলি করে। এরপর বাবুর লোকজন দৌড়ে পালিয়ে গেলে রফিক পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটর সাইকেলে পালিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল হাসান যুগান্তরকে জানান, গুরুতর আহত অবস্থায় বাবুকে প্রথমে শহরের খানপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন
ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন