বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবারও কি হবে জয় দিয়ে শুরু?

২০১৫ সালটা ছিল বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের জন্য স্মরণীয় এক বছর। ওয়ানডে ক্রিকেটে একের পর এক সাফল্যের পর নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২০১৫ সালের শুরুটাও হয়েছিল জয় দিয়ে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের স্মরণীয় এক বছর। নতুন বছরেও কি এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন মাশরাফি-সাকিব-মুশফিকরা? পারবেন জয় দিয়ে আরো একটি বছর শুরু করতে? এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে।

২০১৫ সালে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছিল ওয়ানডে ক্রিকেটে। আর ২০১৬ সালে বাংলাদেশকে তেমনটাই করতে হবে টি-টোয়েন্টি ক্রিকেটে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের নতুন বছর শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ওয়ানডে ক্রিকেটে সমীহ-জাগানিয়া শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে এখনো খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশ। আইসিসির র‍্যাঙ্কিংয়ে লাল-সবুজের অবস্থান দশম স্থানে, আফগানিস্তানেরও নিচে। এখন পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১৩টিতে। বেশির ভাগই আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে। হারের মুখ দেখতে হয়েছে ৩২টি ম্যাচে।

ওয়ানডের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশ নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে কি না, সে পরীক্ষাই দিতে হবে ২০১৬ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুরুটা ভালোভাবে করতে পারলে হয়তো আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে মাশরাফি বাহিনীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শক্তিশালী একটা একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও এ সিরিজ পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেক পরীক্ষা-নিরীক্ষা যে করা হবে, তা-ও জানিয়ে রেখেছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে শুভাগত হোম ও নুরুল হাসানের।

তবে টি-টোয়েন্টি দলের জন্য সেরা সমন্বয় দাঁড় করানোর পাশাপাশি জয় দিয়ে শুরু করার জন্যও মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘বছরের প্রথম চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ২০১৬ সালেও জয়ের ধারা অব্যাহত রাখার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ সাকিবের কথা যেন সত্যি হয়, সেই প্রার্থনাই হয়তো করে চলেছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

শুক্রবার বিকেল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি