এবার ৩৫ টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি!
এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের ফল বিপর্যয়ের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে কমেছে। তবে কেউ পাস করেনি-এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
রোববার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে তাতে পাস করেছে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।
এ বছর এক হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পাস করেছে; গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৪৭টি। অন্যদিকে ৩৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাস করতে পারেনি। যা গত বছরের তুলনায় ২৪টি বেশি। ঢাকা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠান ৩৩টি। আর কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান পাঁচটি।
কেউ পাস করেনি- এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি যশোর বোর্ডে। সেখানে ১৩টি প্রতিষ্ঠানের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার ফেল করেছে। আর শতভাগ শিক্ষার্থী পাস করেছে- এমন শিক্ষার্থীর সংখ্যা যশোর বোর্ডে তিনটি।
এছাড়া রাজশাহী বোর্ডে ২৬টি, বরিশালে পাঁচটি, দিনাজপুরে ২২টি, কুমিল্লায় ছয়টি, চট্রগ্রাম বোর্ডে চারটি এবং সিলেট বোর্ডে ১৩টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। আর রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডের পাঁচটি করে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকের কোঠা পার হতে পারেনি। কুমিল্লা, চট্টগ্রাম বা সিলেটে এবার এ রকম কোনো প্রতিষ্ঠান নেই।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ৮৩৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। কেউ পাস করেনি- এমন মাদ্রাসা দুটি। আর কারিগরি শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ১৮৩টি। কেউ পাস করেনি- এমন কোনো প্রতিষ্ঠান এ বোর্ডে নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন