কলকাতায় সংবর্ধিত হতে যাচ্ছেন ফরিদা পারভীন!
কলকাতায় সংবর্ধিত হতে যাচ্ছেন বিশিষ্ট লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। বাউল সম্রাট লালন সাঁই গানে অনবদ্য অবদানের জন্য কলকাতার বাঁকুড়া একটি সংগঠন তাকে এই সংবর্ধনা দিচ্ছে। আগামী ৩ নভেম্বর কলকাতায় আনুষ্ঠানিকভাবে ফরিদা পারভীনকে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেয়া হবে।
এ প্রসঙ্গে ফরিদা পারভীন জানান, এটি মূলত দুই বাংলার ধর্ম এবং সাংস্কৃতিক সম্মেলন। অনুকূল চন্দ্র ঠাকুরের ১২৮তম আবির্ভাব দিবসে বাঁকুড়ার অনুকূল চন্দ্রের অনুসারীরা এই আয়োজন করেছে। এমন একটি ভিনদেশি অনুষ্ঠানে আমাকে সম্মাননা পেতে যাচ্ছি ভাবতেই ভালো লাগছে।
ফরিদা পারভীন এই অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২ নভেম্বর কলকাতা যাবেন। দুই দিনের এই আয়োজনে ৪ নভেম্বর কলকাতায় জারকায় ফরিদা পারভীনের একক সংগীতানুষ্ঠানের আয়োজনও রয়েছে। এতে এ গুণী শিল্পী শুধু লালন সাঁইয়ের গানই করবেন। অনুষ্ঠান শেষে ৫ নভেম্বর সকালে ফিরবেন তিনি।
এদিকে, ফরিদা পারভীন ছয় কবির গান নিয়ে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন, তার অ্যালবামের জন্য তিনি পল্লীকবি জসীমউদ্দীনসহ পাঁচজন মরমী কবির গান নির্বাচন করছেন। এ পাঁচজন মরমী কবির মধ্যে রয়েছেন পাগলা কানাই, হাছন রাজা, রাধারমণ। এ কবিদের গান নিয়ে পৃথক দুটি অ্যালবাম প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তিনি অ্যালবামের জন্য প্রাথমিক গান বাছাইয়ের কাজ শেষ করেছেন। গত মাসে ফরিদা পারভীন গানগুলোর রেকর্ডিং শুরু করেছেন। খবর-যা,যা,দিন
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন