বুধবার, অক্টোবর ৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কাতার ছেড়ে এবার জাপানের দিকে বার্সেলোনা

মাঠের লড়াই, অর্থকড়ির হিসাব, সব দিক থেকেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দেয় বার্সেলোনা। স্পেনের অন্যতম সেরা এই ক্লাব কিছুটা পিছিয়ে ছিল জার্সি স্পন্সরশিপের ক্ষেত্রে। এবার সেখানেও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে কাতালানরা। কাতার ফাউন্ডেশনের পর বার্সেলোনা নতুন স্পন্সরশিপ চুক্তি করেছে জাপানের শীর্ষ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান রাকুতেনের সঙ্গে। পাঁচ বছর মেয়াদি এই চুক্তির ফলে দ্রুতই বার্সেলোনা চলে আসবে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদদের কাতারে।

ইউরোপের প্রায় সব শীর্ষ ক্লাবই মোটা অঙ্কের বিনিময়ে তাদের জার্সিতে স্থান দেয় স্পন্সরদের লোগো। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল বার্সেলোনা। ২০০৬ সালের আগে বার্সেলোনার জার্সিতে কখনোই দেখা যায়নি কোনো স্পন্সরের লোগো। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সার জার্সিতে দেখা গেছে ইউনিসেফের লোগো। সেটা অবশ্য ছিল অবাণিজ্যিক একটা চুক্তি।

বার্সেলোনা তাদের প্রথম বাণিজ্যিক চুক্তিটি করে ২০১০ সালে কাতার ফাউন্ডেশনের সঙ্গে। পাঁচ বছর মেয়াদি এই চুক্তিতে বার্সা প্রতি বছর আয় করে ৩০ মিলিয়ন ইউরো। বিনিময়ে মেসি-নেইমার-পিকের মতো তারকাদের জার্সিতে প্রদর্শিত হয় কাতার ফাউন্ডেশনের লোগো। ২০১০ সালে এটাই ছিল ফুটবল অঙ্গনের সবচেয়ে লোভনীয় জার্সি স্পন্সরশিপ।

এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পরই বার্সেলোনা নতুন চুক্তি করেছে জাপানি ইন্টারনেট প্রযুক্তিবিষয়ক কোম্পানি রাকুতেনের সঙ্গে। এই চুক্তিটির মেয়াদ শুরু হবে ২০১৭-১৮ মৌসুম থেকে। চার বছরের এই চুক্তি অনুযায়ী বার্সেলোনা প্রতি বছর পাবে প্রায় ৬০ মিলিয়ন ডলার। এ ছাড়া লা লিগা শিরোপা জিতলে দেড় মিলিয়ন ইউরো এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতলে পাবে অতিরিক্ত পাঁচ মিলিয়ন ইউরো। চুক্তিটি পঞ্চম মৌসুম পর্যন্ত বর্ধিত করার সম্ভাবনাও আছে। বার্সেলোনার সভাপতি জোসেফ বার্তোমোউ গণমাধ্যমকে বলেন, ‘এই চুক্তিটি ক্লাব স্পন্সরশিপের ক্ষেত্রে বার্সেলোনাকে সামনের সারিতে নিয়ে যাবে।’

আমেরিকান শীর্ষ ক্রীড়া সামগ্রী নির্মাতা নাইকির সাথে করা নতুন চুক্তিটি ২০১৮ সাল থেকে কার্যকর হলে বার্সেলোনা ছাড়িয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেডকেও। ম্যানইউ এখন প্রতি মৌসুমে অ্যাডিডাসের সাথে করা চুক্তি অনুযায়ী প্রায় ৯৪ মিলিয়ন ডলার আয় করে। আর নাইকির সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী বার্সেলোনা প্রতি মৌসুমে প্রায় আয় করবে ১৬৬ মিলিয়ন ডলার।

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা