কী করলে সমালোচকরা আমাকে একজন মানুষ হিসেবে অন্তত মেনে নেবে ? প্রশ্ন আঁখি আলমগীরের

মাঝেমধ্যে অকারণেই সমালোচকদের রোষানলে পড়তে হয় আঁখি আলমগীরকে। এ নিয়ে কখনো কথা না বললেও এবার মুখ খুললেন এই গায়িকা। বলেন, “ফেসবুকে কনসার্টের ছবি পোস্ট করলে তারা বলে ‘ফুটানি’, আর পোস্ট না করলে ‘আরে, ওর তো আর শো নাই’।
ভালো গান গাইলে ‘মেশিন আর মিক্সের কৃতিত্ব’ আর খারাপ গাইলে ‘এর গান কেন যে মানুষ শোনে। ’ পাতলা শাড়ি পরলে ‘অশ্লীল’ আবার ফুল হাতা ব্লাউজ পরলে বলে ‘ভাব ধরছে। ’ সবার সফলতার বেলায় ‘নিজের পরিশ্রমের ফসল’ আর আমার বেলায় ‘বাপের দান। ’ অনেকের অনেক কাহিনি ধামাচাপা থাকলেও আমারটা ছাপা হয় প্রথম পাতায়।
এসব আর ভালো লাগে না। ” আঁখি বলেন, ‘কী করলে তারা আমাকে একজন মানুষ হিসেবে অন্তত মেনে নেবে তা বলে দিক। করার চেষ্টা করব।
কারো কারো চোখে আমি যতই হাস্যকর আর সমালোচিত হই না কেন শ্রোতারা এখনো আমাকে ভালোবাসে, আমার গান শোনে। ’ আরো যোগ করেন, ‘দয়া করে আপাতত আমাকে নিয়ে আর তামাশা করবেন না। ভালোবাসার হাত বাড়ান। কারণ আমি একজন মানুষ। খোঁচাখুঁচি এই বয়সে আমাদের মানায় না। অনেক হয়েছে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন