বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেন সালমানকে বিয়ে করেননি ক্যাটরিনা-ঐশ্বরিয়া

সালমান খান এখনো ব্যাচেলর ডিগ্রী পার হতে পারেন নি। তবে ব্যাচেলর ডিগ্রী ডিঙানোর জন্য কম চেষ্টা করেন নি এই বজরঙ্গি ভাইজান। সঙ্গীতা বিজলানি থেকে হালের ক্যাটরিনা কাইফ পর্যন্ত স্বপ্ন দেখার কমতি ছিলো না খান সাহেবের। বলিউডের প্রভাবশালী তারকা হওয়া সত্বেও কেন সুন্দরী প্রেমিকাদের মন পেলেন না তিনি সেই কারণটাই তুলে ধরা হলো:

বিগহার্ট লাভার বয় তকমা নিয়েও বার বার প্রেমে ব্যর্থ হয়েছেন এই নায়ক। শুরুর দিকে সঙ্গীতা বিজালানিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এই হার্টথ্রুব। ১৯৮০ সালের মিস ইন্ডিয়া খেতাব পাওয়া সঙ্গীতা বিজলানির সঙ্গে সালমানের বিয়েও ঠিক হয়েছিল। এমনকি সালমান বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বিয়ে হলো না। কারণ কি? সঙ্গীতার অভিযোগ সালমান তার সঙ্গে প্রতারণা করেছেন। সালমানের প্রেম শুধু সঙ্গীতার সঙ্গে ছিলো না, আরও এক নারীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন সালমান। আর এ কারণেই সালমানের বাড়া ভাতে ছাই পড়ে।

সঙ্গীতার পর এলেন সোমি আলি। ১৫ বছরের বালিকা সোমি আলি সালমানের প্রেমে পড়ে সুদূর আমেরিকা থেকে পাড়ি জমালেন ভারতে। বলিউডি সিনেমায় নামও লেখালেন তিনি। তারপর সালমানের সঙ্গে চুটিয়ে প্রেম। অথচ সোমি ও সালমানের প্রেম ভেঙে গিয়েছিল সালমানের অ্যালকোহল আসক্তির কারণে। একটা সময় সোমি আলি তা ফাঁস করে দেন গণমাধ্যমের কাছে। জানা যায়, সালমানের বাজে আচরণ আর মাত্রাতিরিক্তি মদ্যপানের কারণেই সোমি আলি ছেড়ে যান সালমানকে।

আর তারপরই সালমানের তৃতীয় প্রেমিকা হিসেবে আগমন ঘটে ঐশ্বরিয়া রাইয়ের। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সোনম’ এ ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করতে গিয়েই ঐশ্বরিয়াকে দিল দিয়ে বসেন সালমান। সালমানের প্রেমের ফাঁদে ধরা দেন ঐশ্বরিয়া রাইও। দীর্ঘদিন চুপি চুপি প্রেম করলেও জানাজানি হয় নি তেমন। কিন্তু এখানেও পোস্টে বল বেশিক্ষণ রাখতে পারেননি সালমান। যথারীতি বাজে আচরণের কারণে ঐশ্বরিয়া এড়িয়ে চলা শুরু করেন সালমানকে।

আর ‘চলতে চলতে’ ছবির সেটে ঐশ্বরিয়ার সঙ্গে বাজে আচরণ করার পর ঐশ্বরিয়া সালমানকে একেবারেই বিদায় জানান মনের অন্দর মহল থেকে। ২০০২ সালের মার্চে পাকাপাকি সালমানের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ঐশ্বরিয়া। এ আঘাত সহ্য করতে পারেন নি সালমান। শোনা যায় ঐশ্বরিয়ার বাড়িতেও মাতাল হয়ে হানা দেন সালমান খান। হানা দিয়েই ক্ষান্ত হন নি, ঘরের আসবাবপত্রও ভাঙচুর করেন। পরিবারের সদস্যদের হুমকিও নাকি দিয়েছিলেন। এ কারণে থানায় সালমানের বিরুদ্ধে মামলাও করেছিলো ঐশ্বরিয়ার পরিবার। এমনটাই শোনা গেছে সেসময়।

ঐশ্বরিয়ার আঘাত বুকে নিয়ে সালমান আশ্রয় নেন স্নেহা উলালের বুকে। কিন্তু এখানেও ঠাই মেলেনি তার। আর তারপর আসে ২০০৫ সাল।
সালমান মজলেন বিলেতি কন্যার প্রেমে। বলিউডের বার্বি ডল খ্যাত ক্যাটরিনা কাইফের প্রেমে হাবুডুবু হয়ে কাটালেন দীর্ঘদিন। সালমানের কল্যাণেই বলিউডে প্রতিষ্ঠা পান ক্যাটরিনা কাইফ। কিন্তু এতকিছু করেও ক্যাটরিনার মনের ঘরে বেশিদিন অবস্থান করতে পারলেন না ক্যাট। কেন? কারণ সালমান নাকি ততটা রোমান্টিক না। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। আড়ালে হয় তো আরও কারণ থাকতে পারে। তবে সালমানের নামে মামলা, তার বাজে আচরণের শিকারও হয় তো হতে হয়েছে ক্যাটরিনাকে। আর এসবের কারণেই হয় তো ক্যাট সালমানকে ছেড়ে আশ্রয় খুঁজে নিয়েছেন রনবীর কাপুরের বুকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প