‘কোর্ট দেখলে বলবেন, মিটারে যাচ্ছি’

সিএনজিচালিত অটোরিকশার বর্ধিত ভাড়া কার্যকর হলেও মিটার অনুযায়ী ভাড়া নিচ্ছেন না চালকরা। ফলে যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। একই সঙ্গে পোহাতে হচ্ছে চরম দুভোর্গ।
রোববার দুপুরে রাজধানীর কয়েকটি স্থানের যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ তুলনামূলক সিএনজিচালিত অটোরিকশা কম। আর যেগুলো চলছে, সেগুলো মিটারে যাচ্ছে না। চালকরা দাবি করা ভাড়ায় যাত্রীদের যেতে বলছেন।
যাত্রীদের চালকরা বলে দিচ্ছেন, ‘পুলিশ বা মোবাইল কোর্ট সামনে পড়লে বলবেন যে, মিটারের নির্ধারিত ভাড়ায় যাচ্ছি।’ এ সময় বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া ও মিথ্যা বলেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককে।
কথা হয় বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘নির্ধারিত ভাড়া কিংবা মিটার অনুযায়ী চালকরা সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছেন না। আর মোবাইল কোর্টের তৎপরতাও তেমন দেখা যাচ্ছে না। অন্যদিকে আমাদের (যাত্রীদের) দুর্ভোগ বেড়েছে।’
সিএনজি চালক আব্দুল লতিফ জানান, ভাড়া বাড়ানোর সঙ্গে বাড়ছে চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও। আজ থেকে মালিকের জমা বাবদ দিতে হয় ৯০০ টাকা, যা এত দিন ছিল ৬০০ টাকা। তাই অনেক সময় মিটারে যাত্রীবহন করা সম্ভব না।
আজ রোববার থেকে ঢাকা ও চট্টগ্রামে প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ঠিক করা হয়েছে ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। নিয়ম অনুযায়ী অটোরিকশায় উঠলে এটাই সর্বনিম্ন ভাড়া হওয়ার কথা, যদিও ওই ভাড়া বা ওই দূরত্বে যেতে কখনোই রাজি হন না চালকরা। বর্ধিত ভাড়া হিসেবে এবার প্রথম দুই কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য যাত্রীকে গুণতে হবে ২ টাকা করে, আগে যা ছিল ১ টাকা ৪ পয়সা।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন