খামারবাড়ির ফুলমেলায় বাহারি ফুলের ছড়াছড়ি

রাজধানী ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে প্রথম বারের মত শুরু হয়েছে ফুল মেলা। আর এই মেলায় আসলেও যে কেউই পাবেন একটি করে গোলাপ। সঙ্গে মেলায় প্রবেশের একটি টিকিট।লাগছে না প্রবেশমূল্য। এছাড়া মেলার ভিতরে প্রবেশ করে নানার রংঙ্গের ফুলের সাথে ছবি বা সেলফি তোলার সুযোগ তো থাকছেই।
তবে ফুল কিনে বাসায় নেওয়ার সুযোগ নেই।মেলা থেকে ফুল বিক্রি করা হচ্ছে না। শুধুই প্রদর্শনী । দেখবেন কিন্তু কিনতে পারবেন না।
মেলায় যশোরের গদখালির বাঁশ প্রিয় ফ্লাওয়ার গার্ডেনের ফুলচাষি মো.তৈয়ব আলী সরদার জানালেন, যারাই মেলায় আসছেন।তাদেরকেই একটি করে গোলাপ উপহার দেওয়া হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবেই সকলকে উপহার দিচ্ছেন। আগামীকালও (বুধবার) যারা আসবেন তাদেরও তার পক্ষ থেকে গোলাপ দেওয়া হবে।
তার স্টলে ১৪ ধরনের ফুল রয়েছে।
তিনি বলেন, ‘যেহেতু আমরা এখান থেকে ফুল বিক্রি করছি না।তাই ফুল মেলায় এসে যাতে তাদের খালি হাতে বাসায় ফিরতে না হয় সেজন্যই সকলকে একটি করে গোলাপ দেওয়া।’
প্রথমদি্নেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।রাত ৮ টায় মেলা শেষ হওয়ার কথা থাকলেও রাত ১০ টা পর্যন্ত লোক সমাগম ছিলো। মেলায় তৈয়ব আলীর স্টলে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় অনেককে। সবাই স্মৃতি ধরে রাখার জন্য ফুলের সঙ্গে ছবি তোলেন।কেউ কেউ তোলেন সেলফি।
জেসমিন আক্তার বলেন, ‘ফুল মেলায় এসে বেশ ভাল লাগছে। অনেক অচেনা ফুল দেখা ও সে সম্পর্কে জানা যাচ্ছে। সবচেয়ে বিশি ভাল লাগছে ফুলের সঙ্গে ছবি তোলা।’
প্রতি বছর যাতে এ মেলার আয়োজন করা হয় তিনি সেই দাবি জানান।
ফুল মেলার স্থায়ীত্বকাল বাড়নোর দাবি জানিয়ে ফ্লোরিস্তা ডট ডেলিভার স্টলের ফাতেমা আক্তার বলেন, ‘দুই দিন ব্যাপী এবারের মেলার আয়োজন।কিন্তু আরো দিন বাড়ানো প্রয়োজন।’
আগামীতে তিনি দুই দিনের জায়গায় আরো বেশি কয়েকদিন ধরে মেলার আয়োজন করার দাবি জানান।
মেলা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের স্টলে ৬ রংয়ের ‘জারবেরা’ ফুল আছে। অনেকে এসে স্টলের ভিতরে আমাদের নিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছে। বিষয়টি খুবই ভাল লাগছে। আমরাও সুযোগ পেলে সেলফি তুলে ফেসবুকে আপলোড করছি।’
ফ্লোরিস্তা ডট ডেলিভার সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি অনলাইন ভিত্তিক ফুল মার্কেট। আমাদের থেকে অনলাইনে ফুল কেনা যায়।ঘরে বসেই একতোড়া তাজা ফুল কেনা যাবে। ফ্রি হোম ডেলিভারীর সুবিধাও আমাদের আছে।
দিপ্ত অর্কিড লি: স্টলের সাইফুল ইসলাম জানান, তাদের স্টলে নানান রংয়ের ১০ প্রকার অর্কিড আছে। তারা ২০০৩ সাল থেকে বানিজ্যিক ভাবে অর্কিডের চাষ করেন।মেলার বাইরে তার অর্কিডের স্টিক বিক্রি করে ২০ টাকা করে।
২৯ মার্চ শুরু হওয়া মেলা ৩০ মার্চ অর্থাৎ আজ রাত ৮ টায় শেষ হবে।মেলায় স্টলের সংখ্যা ২০টি। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে ফ্যাশন শো, গোল টেবিল, সাংষ্কৃতিক অনুষ্ঠান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন