খালেদার মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া। তার সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে করা সময় আবেদনের পরবর্তী শুনানি ২৩ জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত তিন এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে শুনানির এই নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে আদালতে হাজিরা দিতে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান বেগম জিয়া। তাঁর পক্ষে আইনজীবীরা এই দুই মামলার সাক্ষ্য কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেন। পরে শুনানি শেষে পরবর্তী শুনানির এই তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে গত ২৫ মে বেগম খালেদা জিয়া একই আদালতে হাজিরা দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ছিল না মর্মে আবেদন করলে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ১৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এদিকে বেগম জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, উভয়পক্ষের আইনজীবীরা পরবর্তী শুনানির দিন মামলার সাক্ষ্য গ্রহণ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়ার মামলা দুর্নীতি দমন বিভাগের আওতায় আসে না। আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২৩ জুলাই পর্যন্ত মামলাটি মুলতবি করেছেন।’
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ‘চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের কাহিনী মামলার বাদী বর্ণনা করেছেন। এ মামলার বিচারিক কার্যক্রম আগামী ২৩ তারিখে শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন
ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন