গুলশানে সন্ত্রাসী হামলায় স্থাপত্যশিল্পী আহত

নিজস্ব সংবাদদাতা: রাজধানী ঢাকার গুলশান এভিনিউ রোডে স্থাপত্যশিল্পী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় মুহাম্মদ নজরুল ইসলাম মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হন।
গত ১০ মার্চ, ২০২৩ আনুমানিক রাত নয়টার সময় ৪-৫ জন ব্যক্তি পিছন থেকে আকস্মিকভাবে জনাব নজরুল ইসলাম এর উপর হামলা চালায়। ঘটনার দিন নজরুল ইসলাম অফিসিয়াল কাজ শেষে গুলশান এভিনিউ রোড ধরে পায়ে হেটে নিজ বাসস্থানে ফিরছিলেন। পথিমধ্যে সিটি ব্যাংক গুলশান এভিনিউ শাখার পিছনের রাস্তায় সন্ত্রাসীরা অতর্কিভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা নজরুল ইসলামকে বেদম ভাবে প্রহার করেন বলে জানা যায়। জনৈক পথচারী নজরুল ইসলামকে অচেতন অবস্থায় রাস্তায় দেখতে পান এবং তড়িৎগতিতে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করান।
উক্ত সংবাদ সংগ্রহকালীন সময়ে নজরুল ইসলাম এর স্ত্রী আক্তার আয়েশা জানান, “গত কয়েক মাস ধরে আমার স্বামী ভীতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন, সে কারনে প্রতিদিন সন্ধার আগেই বাসায় চলে আসেন। সেদিন গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আসতে দেরী হয়েছে। জনৈক পথচারী না দেখলে হয়তো আমার স্বামী ঘটনাস্থলেই মারা যেত”
নজরুল ইসলাম এর স্ত্রী আক্তার আয়েশা আমাদের সংবাদকর্মীকে আরো জানান, বেশ কয়েকদিন যাবত মনজুরুল হাসান খান আমার স্বামী নজরুল ইসলামকে ফোনে নানান ভাবে হুমকি দিয়েছিল। আমার স্বামী সৎ মানুষ, অন্যায় কাজে সহযোগীতা না করার দায়ে মনজুরুল হাসান খান ও তার সহযোগীগন তার উপর এই আক্রমন চালিয়েছিল। আমরা শান্তি প্রিয় মানুষ। বিনা অপরাধে আমি আমার স্বামীকে হারাতে চাই না।”
নিজস্ব সংবাদদাতা: জুনায়েদ সিদ্দিকী, গুলশান, ঢাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন