গৃহবধূর লাশ ‘রিজার্ভ ট্যাংক’ স্বামী আটক
রাজধানীর মিরপুরে এক বাড়ির ‘রিজার্ভ ট্যাংক’ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূ গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। নিহত বৃষ্টি আক্তার (২২) শাহ আলী থানার গুদারা ঘাট এলাকার ‘এইচ’ব্লকের একটি দোতলা বাড়ির নিচতলায় স্বামী মো. মহিউদ্দিনকে নিয়ে থাকতেন। রবিবার রাত ১১টার দিকে ওই বাড়িতে পানি জমা রাখার ভূগর্ভস্থ ট্যাংক থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয় বলে শাহ আলী থানার সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, ‘স্বজনরা জানিয়েছেন, গত শনিবার থেকে বৃষ্টিকে পাওয়া যাচ্ছিল না। মহিউদ্দিনকে থানায় নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এএসআই আনোয়ার জানান, রবিবার রাতে বাড়ির কেয়ারটেকার পানির মজুদ দেখার জন্য রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে বৃষ্টির লাশ ভাসতে দেখেন।
পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং থানায় খবর দেয়।
মৃতদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। কয়েকদিন আগে বৃষ্টিকে শ্বাসরোধে হত্যার পর লাশ রিজার্ভ ট্যাংকে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন আনোয়ার।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন