গোলাম রাব্বিকে ঢাকা মেডিক্যালে ভর্তি
পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজের ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া রাব্বির বন্ধু ওসমান গণিও ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানান, রাব্বিকে ভর্তি করানো হয়েছে। তাকে ১০২ নম্বর ওয়ার্ডের ক্যাবিনে রাখা হয়েছে। তার সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনা হয়েছে। তার শরীরের কয়েকটি পরীক্ষা করানো হবে। এরপর তার উন্নত চিকিৎসা শুরু হবে।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর আসাদগেট এলাকা থেকে গোলাম রাব্বি একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলে বের হওয়ার সময় পুলিশ তাকে তল্লাশি করে। একপর্যায়ে তার কাছ থেকে জোর করে চাঁদা দাবি করা হয় এং পরে জোর করে গাড়িতে তুলে নির্যাতন চালানো হয়। রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপর সারাদেশে এ খবর ছড়িয়ে পড়লে আলোচিত হয় বিষয়টি। এরপর সোমবার সকালে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়।
মাসুদকে প্রত্যাহারের বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, রাব্বিকে নির্যাতনের অভিযোগে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধ প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন
ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন