চবিতে “সান্ধ্য আইন” বাতিলে শিক্ষার্থীদের ধর্মঘট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন বাতিলের দাবিতে আবাসিক শিক্ষার্থীরা খালেদা জিয়া হলে অবস্থান ধর্মঘট পালন করছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এ ধর্মঘট শুরু হয়।
জানা যায়, হলের কিছু আবাসিক শিক্ষার্থীদের সন্ধ্যা সাতটার পর হলে প্রবেশ করায় প্রভোস্ট জরিনা আক্তার ওইসব শিক্ষার্থীর বিভাগে চিঠি পাঠায়। পরবর্তীতে তাদের কয়েকজনকে বিনা নোটিশে শোকজ করা হয়। এ নোটিশকে অবাঞ্চিত ঘোষণা করে সান্ধ্য আইন বাতিলের দাবিতে হলের গেটের দিকে সব আবাসিক শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরবর্তীতে তারা চবি শহীদ মিনারে এসে অবস্থান নেয়। দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সিদ্ধান্তে অনড় থাকার কথা ব্যক্ত করেন।
এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক লোক প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমাদের বিভিন্ন কাজের জন্য বাইরে থাকতে হয়, কিন্তু আমাদের হলে সাতটার পরে আর ঢুকতে দেয়া হয় না। অথচ শহর থেকে রাত সাড়ে নয়টায় শাটল ট্রেনে করে অনেক মেয়ে শিক্ষার্থী টিউশনি করে হলে ফেরে।
এ ব্যপারে, হল প্রভোস্টকে ফোন করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
এদিকে রাত নয় টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের ধর্মঘট চলছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন