চলচ্চিত্রে ফের শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অনেক জনপ্রিয় নায়ক-নায়িকারা এ অঙ্গনে এসেছেন ‘নতুন মুখের সন্ধানে কার্যক্রম’ এর মাধ্যমে। এরপর একে একে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। জয় করে নিয়েছেন দর্শক-ভক্তদের হৃদয়। চিরদিনই তারা থাকবেন ভক্তের হৃদয়ে তারকারাজি হয়ে। আর এ তালিকায় রয়েছেন দিতি, মিশা সওদাগর, অমিত হাসান, মান্না, সোহেল চৌধুরী, আমিন খানসহ আরও অনেকে।
সেসময় শিল্পী সংকট দূর করার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। কিন্তু বাংলা চলচ্চিত্রে এখন অনেকেই অভিনয়ে আসছেন। আবার হারিয়ে যাচ্ছেন হামেশাই। যার কারণে শিল্পী সংকট দিনে দিনে বাড়ছেই।
আর এ কারণেই সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা ‘নতুন মুখের সন্ধানে কার্যক্রম’ আয়োজনের জন্য একটি সভাও করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের ভাষ্য,‘ বাংলা চলচ্চিত্রে বর্তমানে শিল্পী সংকট প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে ২০০৭ সালের পর সেভাবে বড়মাপের কোন শিল্পী গড়ে উঠেনি। তবে আমার কাছে মনে হয় এ উদ্যেগের মাধ্যমে কিছুটা হলেও শিল্পী সংকট দূর হবে। এ বিষয়ে ১০ অক্টোবর চূড়ান্ত একটি সভা অনুষ্ঠিত হবে’।
সর্বশেষ ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালসহ মোট তিনবার নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার আয়োজন করা হয়ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন