শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জঙ্গি’ সাইফুরের ছবি দেখে চিনেছেন বাবা

গাজীপুরে পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির একজন সাইফুর রহমান ওরফে বাবলু। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরগাতি গ্রামে।

পরিবারের লোকজন নিহত জঙ্গিদের ছবি দেখে প্রাথমিকভাবে সাইফুর রহমানের বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন।

আজ মঙ্গলবার রাতে সাইফুর রহমানের বাবা মতিউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, নিহতদের মধ্যে কয়েকজনের ছবি দেখানো হলে তাদের মধ্যে লাল টি-শার্ট পরা তরুণই তাঁর একমাত্র ছেলে সাইফুর ইসলাম ওরফে বাবলুর ছবি। সাইফুর রহমান সিলেট ও সুনামগঞ্জে- দুই জায়গাতেই থাকতেন। প্রায় দুই মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। ২০১২ সালে তিনি ছাতক উপজেলার শুকুরুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে সিলেটের রায়নগর এলাকার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে ভর্তি হন। সিলেটে ফুপুর বাসা এবং মনিরগাতির বাড়ি- দুই জায়গাতেই থাকতেন সাইফুর রহমান।

২০১৪ সালে তিনি সেখান থেকে এইচএসসি পাস করেন। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিয়েও ভর্তি হতে পারেননি। পরে সিলেটের এমসি কলেজে ভর্তি হয়েছেন বলে বাবাকে জানিয়েছিলেন সাইফুর রহমান।

মতিউর রহমান আরো জানান, প্রায় দুই-আড়াই মাস আগে হঠাৎ করেই সাইফুর রহমান নিখোঁজ হন। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তিনি বিষয়টি স্থানীয় খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে রাখেন। এই দুই মাস পরিবারের কারো সঙ্গে সাইফুরের কোনো যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।

খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মছব্বির জানান, গতকাল সোমবার গাজীপুর থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তাঁর সঙ্গে যোগাযোগ করে সাইফুর রহমান সম্পর্কে তথ্য নেন। তাঁর কাছে নিহত জঙ্গিদের ছবি পাঠালে তিনি সাইফুরের বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করেন। বাবা-মা ছবি দেখে নিশ্চিত করেন পুলিশের অভিযানে নিহত জঙ্গিই সাইফুর রহমান। মঙ্গলবার ছাতক থানার পুলিশও মনিরগাতি গ্রামে গিয়ে বিষয়টি তদন্ত করে এসেছে।

জানা যায়, সাইফুর রহমানের বাবা মতিউর রহমান পেশায় গবাদি পশু বেনাবেচা করেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সাইফুর রহমান সবার বড়। এক মেয়ে কলেজে, অন্যজন স্কুলে পড়ে। তিনি বলেন, ‘ছবি দেখে মনে হয়েছে, সাইফুর রহমানই। আমি গরিব মানুষ। ছেলেমেয়েদের অনেক কষ্টে লেখাপড়া করাচ্ছি। সাইফুর সব সময় খুব শান্ত ছিল। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।’ ছেলের লাশ আনতে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ও ভাইদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। যেতে তো হবেই।’

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, ‘আমরা ঢাকা থেকে যে নাম-ঠিকানা ও ছবি পেয়েছিলাম সে অনুযায়ী খোঁজখবর নিয়েছি। তবে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। সাইফুর রহমানের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি।’

গত ৮ অক্টোবর গাজীপুরের পাতারটেক এলাকায় একটি বাড়িতে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে সাতজন এবং হাড়িনাল এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে দুই জঙ্গি নিহত হন। একই দিন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয় মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। গুলিতে সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। পরে তাঁদের লাশ ঢাকার কুর্মিটোলা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে