জাপায় বিদ্রোহ, রওশন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

জাপা চেয়ারম্যান এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণার একদিনের মাথায় বিদ্রোহ ঘটেছে জাতীয় পার্টিতে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে দলের একাংশ।
সোমবার সন্ধ্যায় রওশনের গুলশানের বাসায় জাপার কয়েকজন সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান নিয়োগ দিতে এরশাদের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এই সভা করা হচ্ছে বলে জানিয়েছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এর আগে গতকাল রোববার রংপুরে এক সংবাদ সম্মেলনে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের কো-চেয়ারম্যান হিসেবে ছোট ভাই জি এম কাদেরকে দায়িত্ব দেন।
এরই প্রতিক্রিয়ায় রওশনপন্থী নেতারা আজ সোমবার রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন করেন।
বৈঠকে বর্তমান সরকারের তিন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা, দলের মহাসচিব বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন