শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জি-স্ট্রিং থেকে বয় শর্টস, পোশাক অনুযায়ী নির্বাচন করুন প্যান্টি

কী ধরনের প্যান্টি পরছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। প্যান্টি শুধুমাত্র গোপনাঙ্গ ঢেকে রাখার প্রয়োজনীয়তা নয়। ঠিকঠাক পোশাকের নীচে উপযুক্ত ডিজাইনের প্যান্টি না পরলে খারাপ দেখতে লাগে তো বটেই পাশাপাশি হতে পারে রোগ-ব্যাধিও।

দেখতে একেবারেই ছেলেদের ব্রিফের মতো। সবচেয়ে আরামদায়ক এই প্যান্টি অনেকটা আয়তাকার হয়। তাই নিতম্বের পরিবর্তে থাইতে থাকে লোয়ার প্যান্টিলাইন। যাঁরা থং বা জি-স্ট্রিং পরতে অস্বস্তি বোধ করেন তাঁরা বডি-ফিটিং ড্রেস বা কুর্তির তলায় এই ধরনে‌র প্যান্টি পরলে পোশাকের উপর থেকে বোঝা যাবে না। বিভিন্ন ধরনের ফেব্রিকের বয় শর্টস পাওয়া যায়। সাধারণ কটন থেকে সাটিন, লেস, সবই পাবেন।

ব্রিফ

কোমর থেকে নিতম্ব, সম্পূর্ণ ঢেকে রাখে গ্র্যানি প্যান্টি। সারাদিন পরে থাকার পক্ষে খুব ভাল। এই ধরনের প্যান্টি কিনলে পিমা কটন, বা লাইক্রার কেনাই ভাল। দেখতে টামি টাকার-এর মতো হলেও এটা কিন্তু আসলে তা নয়। ব্রিফ আর বয়শর্টস, দুই-ই জগিং বা এক্সারসাইজ করার সময় পরলে ভাল। তবে যদি বডি-ফিটিং স্পোর্টসওয়্যার পরেন, তবে তার নীচে পরতে হবে সিমলেস প্যান্টি না-হলে পোশাকের উপর থেকে চোখে পড়বে প্যান্টিলাইন।

বিকিনি

বিকিনি প্যান্টির বিশেষত্ব হল এর প্যান্টিলাইন বেশ সরু। এখন লো-ওয়েস্ট জিন্‌স পরার চল খুব বেশি। তেমন কিছু পরলে বিকিনি প্যান্টি পরাই ভাল। জিন্‌সের ওয়েস্টলাইন থেকে প্যান্টির বর্ডার উঁকি মারা কিন্তু মোটেই ভাল নয়।

হিপস্টার

বিকিনি প্যান্টির থেকে বেশি চওড়া প্যান্টিলাইন এবং এ-ও নিতম্ব সম্পূর্ণ ঢেকে রাখে। ব্রিফ আর বিকিনির মাঝামাঝি একটা ডিজাইন বলা যায়।

চিকিজ

বিকিনি বা হিপস্টারে লেস ফ্রিঞ্জ থাকলে তাকে বলে চিকিজ। মূলত ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি বিশেষ প্রোডাক্ট রেঞ্জ থেকে জনপ্রিয় হয়েছে এই নামটি।

সিমলেস

সিমলেস প্যান্টি হল সেইগুলি যেখানে প্যান্টির বর্ডার এমনভাবেই বানানো যাতে পোশাকের উপর থেকে চোখে না-পড়ে। লেগিংসের সঙ্গে বডি-হাগিং টপ বা কুর্তি পরলে ভিতরে পড়ুন এই প্যান্টি। ককটেল ড্রেস, ফর্মাল ট্রাউজার বা জিম ড্রেস-এর ক্ষেত্রেও তাই। বিকিনি, হিপস্টার বা গ্র্যানি প্যান্টি, সব কিছুরই সিমলেস ডিজাইন পাওয়া যায়।

থং

এই ধরনের প্যান্টি পরার চল বেশি বিদেশে। প্যান্টিলাইন যাতে পোশাকের উপর থেকে বোঝা না যায়, তার জন্যই এমন ডিজাইন। ফর্মাল ট্রাউজার, বডি-হাগিং ফর্মাল বা ককটেল ড্রেসের ভিতরে এই প্যান্টি পরলে একটুও বোঝা যাবে না। তবে এক্সারসাইজ বা খেলাধূলা করার সময় কখনোই এই প্যান্টি নয়, আহত হতে পারে গোপনাঙ্গ, ইনফেকশনও ছড়াতে পারে।

জি-স্ট্রিং

থং-এর চেয়েও মিনিমাল যদি কিছু হয়, তবে তা হল জি-স্ট্রিং। সারাদিন পরে থাকার পক্ষে একেবারেই আরামদায়ক নয় আর কখনোই পরা উচিত নয় জিম বা এক্সারসাইজ করার সময়। তবে ব্যক্তিগত সময়ে, সঙ্গীর দৃষ্টি আকর্ষণের জন্য আদর্শ।

ব্রাইডাল

বিয়ের প্রথম রাত স্মরণীয় করে রাখতে বাজারে রয়েছে অসংখ্য ব্রাইডাল প্যান্টি। ফেব্রিক থেকে ডিজাইন, নানা রকম এক্সপেরিমেন্ট করা হয়। সচরাচর এগুলি লেস বা স্বচ্ছ ‘তুলে’ ফেব্রিক দিয়ে তৈরি। আকর্ষণীয় করতে দেওয়া হয় বো অথবা সেনস্যুয়াল ফ্রিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন

বলিউড অভিনেতা অজয় ​​দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন

  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন
  • সংগীত শিল্পী খালিদ আর নেই