ড্রাইভারের ‘গোয়েন্দাগিরি’, ক্যাটরিনার গোপন কথা ফাঁস

সেলিব্রিটিদের নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। তাঁর কী খাচ্ছেন, কী পরছেন, কার সঙ্গে ডেট করছেন, কার সঙ্গে ঝগড়া করছেন — সব বিষয়ে অসীম আগ্রহ। হোক না সেটা তাঁদের একান্ত ব্যক্তিগত কোনও ব্যাপার। সে রকম কোনও খবর জানতে চান সকলেই। যেমনটা হল বলিউডের জনপ্রিয় অবিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে।
বেশ কিছু দিন ধরে নানা কারণে শিরোনামে থেকেছেন সুন্দরী। কখনও রণবীর কাপুরের সঙ্গে ব্রেক-আপ, কখনও ফিতুরের কো-স্টার আদিত্য রয় কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা, কখনও বা তাঁর নতুন ছবি বার বার দেখো। তবে ব্যক্তিগত কিছু মুহূর্তের কথা ফাঁস হয়ে যাওয়ায় বেজায় চটেছেন ক্যাট। শোনা যাচ্ছে, তিনি তাঁর সমস্ত স্টাফদের থেকে দূরত্ব বজায় রাখছেন। তিনি তাঁর গাড়ির চালককে এ ব্যাপারে সন্দেহ করছেন।
কী হয়েছে ঘটনাটি?
সম্প্রতি একটি পার্কিংলটে তর্কাতর্কিতে জড়ান নায়িকা। সে সময় আদিত্য রয় কাপুর তাঁকে সেখান থেকে আড়াল করে বার করে নিয়ে আসেন। এ খবর মিডিয়ায় ফাঁস হয়ে যায়। এ ব্যাপারে তিনি তাঁর ড্রাইভারকে সরাসরি সন্দেহ করেছেন। ক্যাটরিনা মনে করেছেন, ড্রাইভার সেই কথা টাকার বিনিময়ে মিডিয়ার কাছে ফাঁস করেছেন। আদিত্য-র সঙ্গে তিনি যে দেখা করছেন তা লুকিয়েই রেখেছিলেন ক্যাট। এ ঘটনায় এখন সমস্ত স্টাফদের থেকে দূরত্ব তৈরি করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন