বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকার পথে নূর হোসেন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে আজ রাতেই ভারত থেকে দেশে আনা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে আজ বিকালে নূর হোসেনকে নিয়ে পেট্টাপোল সীমান্তের দিকে রওয়ানা হয়েছে ভারতীয় পুলিশ।

রাত ১০টা নাগাদ নূর সোসেনকে বিএসএফের কাছে হস্তান্তরের কথা রয়েছে।এর আগে আনুষ্ঠানিকভাবে ভারতে বাংলাদেশ হাইকমিশনের কাছে নূর হোসেনকে বুঝিয়ে দেয়া হয়।ভারতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নূর হোসেনকে বুঝে নেন বলে পশ্চিমবঙ্গের থেকে একটি সূত্র জানিয়েছেণ।ভারতীয় হাইকমিশন থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের একটি সূত্র জানিয়েছে দমদম কারাগার থেকে নূর হোসেনকে নিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি টিম পেট্রাপোল সীমান্তের দিকে রওয়ানা দিয়েছে সন্ধ্যার দিকে।

এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন নূর হোসেনকে ফিরিয়ে আনার কথা স্বীকার করে বলেছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‍গ্রেুপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশের একটি বিশেষ টিম বেনাপোলের দিকে রওয়ান দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নূর হোসেনকে ভারত থেকে আনার ব্যাপারে সব ধরনের আইনগত জটিলতা শেষ হয়েছে। যে কোন সময় তাকে ফিরিয়ে আনা হবে।

স্বরাস্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব বলেন, আজ রাতে নূর হোসেনকে দেশে ফিরে আনা হচ্ছে।এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিপির একটি টিম একযোগে কাজ করছে।

তিনি আরো বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে নূর হোসেনকে নিয়ে ভারতীয় পুলিশ পেট্রাপোল বন্দরের দিকে রওনা হয়েছে। বিএসএফ বেনাপোল বন্দর দিয়ে তাকে বিজিবির কাছে হস্তান্তর করবে। পরে সেখান থেকে রাতেই সড়ক পথে তাকে ঢাকায় নিয়ে আসা হবে।

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের এক দিন পরই নূর হোসেনকে ফেরত আনা হচ্ছে।বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় নূর হোসেনকে ফেরত আনার ব্যাপারে দীর্ঘ দিন ধরে কাজ করছিল।

গত বছর নারায়ণগঞ্জে সাত খুনের পর পালিয়ে ভারতে যায় নূর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়ার পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে সেখানে মামলা হয়েছে।

গত বছর ২৭ এপ্রিল ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে।

ঘটনার পর নজরুলের পরিবার নূর হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেও তখন পুলিশ নূর হোসেনকে গ্রেপ্তার করেনি পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার