তাঁদের বয়ফ্রেন্ড এক, মা-ও হতে চান একই সঙ্গে

তাঁরা দেখতে এক। চালচলন এক। চাহিদাও এক। দুজনের বয়ফ্রেন্ডও এক। সবই যখন এক, তখন মনে জাগল নতুন ইচ্ছা। এবার একই সময় গর্ভবতী হতে চান অস্ট্রেলিয়ার এই যমজ বোন।
পারথের আন্না ও লুসি ডেসিনকে। বয়স ৩০-এর কোঠায়। অবিকল এক দেখতে। চুল, চোখ, হাসি সবই যেন এক। তাঁদের চাহিদাও এক। দুজনই একই রকম ডায়েট মেনে চলেন। ব্যায়ামের অভ্যাসটাও সমান। এমনকী, কসমেটিক্সও একই কেনেন। তাঁদের নিয়ে বেশ সুখেই আছেন বয়ফ্রেন্ড বেন বার্ন। এবার একসঙ্গেই গর্ভবতী হওয়ার ইচ্ছা দুই বোনের। এর কারণ কী জানেন ? দুজনের শরীরী গঠনটা যাতে সমান থাকে।
ওই দুই মহিলা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা দুজন অভিন্ন থাকতে চান। এমনকী, ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতেও যদি সন্তান হয়, তাও একই সময়ে হওয়া চাই। আরও একটি ছোট্ট তথ্য দিয়েছেন লুসি। বলেছেন, বোন যদি দুই মিটার হাঁটে, আমিও একই দূরত্ব যাই। তাহলে, দুজনেরই সমান ক্যালোরি ক্ষয় হয়। আবার, ও যে পরিমাণ জল খাবে, আমিও সেটাই খাই। চিপসেরও ব্যাপারেও নাকি দুজনেরই দাবি সমান। এই না হলে যমজ!
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন