শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

তাজপুর চুনা পাথর খনির বিস্তৃতি ও মজুদ যাচাইয়ে চলছে দ্বিতীয় কূপ খননের প্রস্তুতি

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে তাজপুর চুনা পাথর খনির বিস্তৃতি ও মজুদ যাচাইয়ে আবারো মাঠে নেমেছে বাংলাদেশ ভূ-তাত্তি¡ক জরিপ অধিদপ্তর (জিএসবি)।

তাজপুর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর পশ্চিমে পারসোমবাড়ি বাজারের ঠিক ৫০০ মিটার পূর্বে ভগবানপুর নামক স্থানে দ্বিতীয় কূপ খননের স্থান নির্ধারন করা হয়েছে। এটি এই খনির দ্বিতীয় কূপ। এ মাসের ১০ তারিখ হতে শুরু হয় কূপ খননের প্রস্তুতি । ইতিমধ্যে প্রস্তুতির প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে । সব ঠিকঠাক থাকলে এ মাসেরই শেষের দিকে আনুষ্ঠানিক ভাবে কূপ খনন শুরু করা হবে।

ভগবানপুরে চুনা পাথর ও কয়লাসহ অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ বিপুল পরিমান পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করছেনে জিএসবি কতৃপক্ষ।

তাজপুরে খনন কালে প্রায় ২ হাজার ৭১৪ ফিট নিচে চুনা পাথরের সন্ধান পাওয়া যায়। খনন করা হয় প্রায় ২ হাজার ৮২০ ফিট। এতে চুনা পাথরের পুরুত্ব ধরা পরে প্রায় ১০০ ফিট। এছাড়া ৫০ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী খনির বিস্তৃতি রয়েছে বলে তারা ধারনা করেন।

জিএসবির উপ পরিচালক (ড্রিলিং প্রকৌশল) খন্দকার রবিউল ইসলাম জানান, নভেম্বর মাসের ১০ তারিখ হতে ভগবানপুরে দ্বিতীয় কূপ খননের প্রস্তুতির কাজ শুরু করা হয়। খনন করার জন্য অত্যাধুনিক রিগ মেশিন ,মাডপাম্প, জেনারেটর ও ডিলিং এর অন্যান্য যন্ত্রপাতি তাজপুর থেকে ভগবানপুরে নিয়ে আসা হয়েছে । দুই এক দিনের মধ্যে তা যথাযথ স্থানে স্থাপন করা হবে । সময় মত সবকাজ ঠিকঠাক হলে এ মাসের মধ্যেই দ্বিতীয় কূপ খনন শুরু করা হবে । ভগবানপুরে প্রায় ৩ হাজার ফিট গভীর করে কুপ খনন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জিএসবির উপ পরিচালক (ভূ-পদার্থ) কেএইচএম সাইফুর রহমান জানান, ২০১৩-১৪ অর্থ বছরে উপজেলার তাজপুরসহ আশেপাশের এলাকায় একটি প্রাথমিক জরিপ চালায় জিএসবির গবেষকরা। ওই জরিপে গবেষকরা ভূগর্ভে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পান। গবেষকদের প্রাথমিক জরিপের সেই সূত্র ধরে ২০১৫-১৬ অর্থ বছরে তাজপুওে স্তরতাত্তি¡ক তথ্য সংগ্রহে প্রথম কূপটি খনন শুরু করা হয়।

জিএসবির পরিচালক সিরাজুল ইসলাম খান জানান, তাজপুরে আবিষ্কৃত খনিতে রয়েছে উন্নত মানের চুনা পাথর। এটি দেশের সবচেয়ে বড় মজুদ বলেও উল্লেখ করেন তিনি। তবে এই খনি আবিষ্কার হওয়ার পর মজুদ ও বিস্তৃতি নিশ্চিত হওয়ার জন্য পর্যায়ক্রমে খনি এলাকায় আরো ৪ টি কূপ খনন করা হবে।

তবে তাজপুরের তুলনায় ভগবানপুরে অপেক্ষাকৃত কম গভীরেই মূলবান খনিজ সম্পদ পাওয়া যাবে বলে ধারনা করছেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত

নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

এ দুর্ভোগের শেষ কোথায় ?

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন

  • নওগাঁতে ইবনাথ জেরিন নদীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
  • সাপাহারে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
  • নওগাঁয় অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা
  • নওগাঁ মেলার নামে চলছে জুয়া ও নগ্নতা , প্রশাসনের নিরব ভুমিকা ।
  • নওগাঁর পত্নীতলায় এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • আত্রাইয়ের হাওয়া সাগর দ্বিপেন্দ্রনাথের এখন দুর্বিষহ জীবন
  • বিয়ে ভাঙতে প্রেমিকার বাড়িতে অস্ত্র, কিন্তু পার পেলেন না
  • নওগাঁর রাণীনগরে ভ্যান চালকের পরিত্যাক্ত লাশ উদ্ধার
  • আত্রাইয়ে কাঁঠালের মুচি পঁচা রোগে উদ্বিগ্ন চাষী
  • টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন কৃষক এলাহী সরদার
  • ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক করা হয়েছে-১
  • সাপাহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন