দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের হুমকি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের
বেতন-ভাতা ও লভ্যাংশের প্রশ্নে ক্রমে জটিল হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনের পরিস্থিতি। পুরোনো চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সংগঠন। ফলে বেকার হয়ে পড়েছেন দুইশর বেশি অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এ মাসেই শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরও বয়কট করতে পারেন বলে হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার ‘এ’ দলের ক্রিকেটাররা।
আগামী ১২ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু নতুন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে না পারায় এই সফর বয়কট করতে পারে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ইউনিয়ন। আজ রোববারের মধ্যে চুক্তি স্বাক্ষরের কাজটি সম্পন্ন না হলে হয়তো হুমকিটাই বাস্তবে রূপ নেবে। অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন বলেছেন, ‘খেলোয়াড়রা আগের পরিকল্পনা অনুযায়ীই অনুশীলন ক্যাম্পে যাবে। আমরা আশা করছি, চুক্তিপত্র স্বাক্ষরের ব্যাপারে একটা অগ্রগতি হবে। কিন্তু এখানে লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে।’
এ বছরের জুনে শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে করা কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। নতুন চুক্তিতে বেতন-ভাতা বাড়ানো হয়েছে ক্রিকেটারদের। কিন্তু বোর্ডের লভ্যাংশের যে ভাগটা এত দিন ক্রিকেটাররা পেতেন, সেটা আর তাঁদের দেওয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ নিয়েই দ্বন্দ্ব চলছে দুই পক্ষের।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই টালমাটাল অবস্থার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। তখনো যদি এই অচলাবস্থার অবসান না হয়, তাহলে বহু প্রতীক্ষিত এই সিরিজও শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নিয়ে সংশয় থেকে যাবে।
বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়ার যাওয়ার কথা ভারতে। আর এ বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে তাদের খেলার কথা ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। সবকিছুই বর্তমানে আছে হুমকির মুখে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন