দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/12/6-1-623x350.webp)
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক আইন জারি করেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রবিরোধী উপাদান নির্মূল করতে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ইউন বলেন, “উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষায় এবং রাষ্ট্রবিরোধী উপাদান নির্মূল করতে… আমি জরুরি সামরিক আইন ঘোষণা করছি।”
তিনি আরও অভিযোগ করেন, “জনগণের জীবন-জীবিকার তোয়াক্কা না করে বিরোধী দল কেবল অভিশংসন, বিশেষ তদন্ত এবং তাদের নেতাকে বিচার থেকে রক্ষা করার জন্য শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে।”
ইউনের এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন তার পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি পরবর্তী বছরের বাজেট বিল নিয়ে তীব্র বিরোধে লিপ্ত। বিরোধী এমপিরা গত সপ্তাহে পার্লামেন্টারি কমিটির মাধ্যমে একটি উল্লেখযোগ্যভাবে কাটা-ছাঁটা বাজেট পরিকল্পনা অনুমোদন করেছেন।
ইউন বলেন, “আমাদের পার্লামেন্ট এখন অপরাধীদের জন্য আশ্রয়স্থল হয়ে গেছে। এটি একটি আইন প্রণয়নের স্বৈরতান্ত্রিক কেন্দ্র হয়ে উঠেছে, যা আমাদের উদার গণতান্ত্রিক শৃঙ্খলা উল্টে দেওয়ার চেষ্টা করছে।”
ইউন বিরোধী দলকে “রাষ্ট্রবিরোধী শক্তি” হিসেবে অভিহিত করেন এবং তাদের উদ্দেশ্যকে “শাসনব্যবস্থা পাল্টে দেওয়া” বলে বর্ণনা করেন।
তিনি বলেন, “আমি যত দ্রুত সম্ভব রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব।”
এই সংক্রান্ত আরো সংবাদ
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2025/01/7-10-623x350.webp)
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2025/01/6-10-623x350.webp)
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2025/01/5-9-623x350.webp)
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন