দীপিকা-রণবীরের প্রেম মেনে নিলেন ক্যাটরিনা!
দীপিকার সঙ্গে রণবীরের প্রেম শেষ পর্যন্ত মেনেই নিলেন ক্যাটরিনা কইফ! তবে তা রিয়েল নয়, রিল লাইফের রোমান্স। ইমতিয়াজ আলির ‘তামাশা’র শুটিংয়ে নাকি নিজেদের পুরনো প্রেম ঝালিয়ে নিয়েছেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন। আর তা নিয়ে নাকি গোঁসাও করেছিলেন রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কইফ। বলিউডে যখন এমন গুঞ্জন চলছে তখনই মুখ খুললেন ক্যাট নিজেই। তাঁর কথায়, ‘‘প্রত্যেকেই স্বাধীন। তাই কে কার সঙ্গে অভিনয় করবেন সেটা তিনি নিজেই ঠিক করবেন।’’
তবে দীপিকার সঙ্গে তাঁর জুটি যে দর্শকরা পছন্দ করেন তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন রণবীর কপূর। তাই ‘তামাশা’তে যে তাঁদের দর্শকরা পছন্দ করবেন সে ব্যাপারে নিশ্চিত নায়ক। রণবীরই যখন দীপিকার সঙ্গে কাজ করতে এত আগ্রহী তখন তো ক্যাটরিনাকে তা মেনে নিতেই হবে, এমনটাই মনে করছেন বি-টাউনের একাংশ। তাই এ কথা হয়তো ক্যাটরিনার মনের কথা নয়!
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন