দুই নেপালি নারীকে ধর্ষণ সৌদি কূটনীতিকের (ভিডিওসহ)
দুই নেপালি নারী গৃহকর্মীকে চারমাস ধরে আটকে রেখে ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতের সৌদি দূতাবাসের এক কূটনীতিকের বিরুদ্ধে।
নয়াদিল্লির কাছে গুরগাঁও এলাকায় ঐ কর্মকর্তার ফ্ল্যাটে একটি এনজিওর সহায়তায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে তাদের উদ্ধার করে পুলিশ।
দুই নেপালি নারী উদ্ধারের এ ঘটনায় মঙ্গলবার স্থানীয় ডিএলএফ-২ এর থানায় সংঘবদ্ধধর্ষণ ও আটকে রাখার অভিযোগে মামলা দায়ের হলেও কূটনৈতিক বিধিনিষেধ এর কারণে অভিযুক্ত ঐ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।
?
কুটনীতিক রীতি অনুযায়ী কেবলমাত্র অনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়ার পর সৌদি সরকারকে ঐ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানাতে পারবে ভারত।
ঘটনার বিষয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মাইতি-ভারত নামে এক এনজিও গুরগাঁও পুলিশকে দুই নেপালির দুর্দশার সম্পর্কে জানায়। একটি অভিজাত আবাসিক এলাকায় সৌদি দূতাবাসের সেই কর্মকর্তার ফ্ল্যাট থেকে দিন দশেক আগে আগে পালিয়ে যায় তৃতীয় এক নেপালি গৃহকর্মী।
তার দেয়া তথ্যের ভিত্তিতে ঐ ফ্ল্যাট থেকে দুই নেপালিকে উদ্ধার করা হয়। তিনদিন কাজ করে পালিয়ে যাবার আগে তৃতীয় এই গৃহকর্মী অন্য দুজনকে সহায়তা করতে নিজের মোবাইল ফোন ঐ ফ্লাটে রেখে যান।
মাইতি-ভারতের প্রধান বাল কৃষ্ণ পান্ডে জানিয়েছেন, পালিয়ে যেতে সক্ষম হওয়া নারীর কাছ থেকে তথ্য পেয়ে তার ফেলে আসা মোবাইলের মাধ্যমে অন্য দুজনের সঙ্গে যোগাযোগ করেন তারা।
তিনি জানান, ‘ঘটনাটি প্রথমে আমরা নেপালি দূতাবাসকে জানাই এবং সোমবার গুরগাঁও পুলিশের একটি দল নিয়ে ফ্ল্যাটে পৌঁছাই।’
পুলিশ জানিয়েছে, ‘মেডিকেল পরিক্ষার মাধ্যমে যৌন নির্যাতন নিশ্চিত হওয়ার জন্য তাদের দুজনকে সেখানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নির্যাতিত দুই নারী অভিযোগ করেন, ‘সৌদির সেই কর্মকর্তা তাদের শুধু পিটিয়ে ক্ষান্ত হত না তাদের বারবার ধর্ষণও করত। কখনো ছুরি ধরে তাদের বাধ্য করত।
তারা আরও বলেন, বিভিন্ন অনুষ্ঠানে সৌদি কর্মকর্তার বন্ধুরাও তার ফ্ল্যাটে আসতো। তাদের শরীর মেসেজ করে দিতে হত। তার বন্ধুরাও তাদের ধর্ষণ করত।’
স্থানীয় পুলিশ কমিশনার নাভদিপ সিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে লিখিত চিঠি দিয়েছেন এবং সৌদি আরবের দূতাবাসকে ঘটনাটি যাচাই করতে আহ্বান জানিয়েছেন। পররাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ মামলার তদন্ত সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
সৌদি দূতাবাসের তরফে দাবি করা হয়েছে ঘটনাটি তাদের কাছে থাকা তথ্যের পরিপন্থী।
সৌদি দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ‘পুলিশ তৃতীয় ব্যক্তির কথা শুনে আমার দেশের সুনাম নষ্ট করেছে।’
https://youtu.be/KaD19GWQXD0
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন