দেশ এগিয়েছে, মনের দিক থেকে মানুষের উন্নয়ন হয়নি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, দেশ বিভিন্ন দিকে অনেক এগিয়েছে। তবে মানুষের মনের দিক থেকে এখনো উন্নয়ন হয়নি। দেশের মানুষ দুইভাগে বিভক্ত। কবি, সাহিত্যিক, লেখকরাও দুইভাগে বিভক্ত। এদের একত্রিত হওয়া প্রয়োজন। তবে কবে নাগাদ তারা একত্রিত হবেন তা বলা কঠিন।
কথাশিল্পী নজিবর রহমানের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্বসাহিত্য কেন্দ্রে নজিবর রহমান একাডেমি এই আলোচনা সভার আয়োজন করে। আবুল কাশেম ফজলুল হক গত বছরের অক্টোবরে নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা।
ফজলুল হক আরো বলেন, সম্প্রতি সিঙ্গাপুর থেকে যে ১৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, সরকার তাদের আইএস হিসেবে স্বীকার করছে না। এগুলো শুধু সরকার নয়, কোনো রাজনৈতিক দলই এটি স্বীকার করবে না, দেশে আইএস আছে। কারণ, আইএসের কথা স্বীকার করলে এদেশে আমেরিকা ও ভারত তাদের সৈন্য পাঠাবে। আর এদেশে আমেরিকা ও ভারতের সৈন্য আসুক এটা কেউই চায় না।
আলোচান সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহম্মদ মতিউর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নজিবর রহমান ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ। তাকে আমাদের সকলের শ্রদ্ধা করা উচিৎ এবং তার লেখা পড়ে আমাদের অনুপ্রাণীত হওয়া উচিৎ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন
ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন