নতুন বিজ্ঞাপনে রিয়াজ
বিজ্ঞাপনের মডেল হিসেবেও বেশ জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন রিয়াজ। আরএফএল গ্রুপের একটি পণ্যের মডেল হয়েছন তিনি। তাঁর সঙ্গে মডেল হয়েছেন অথৈ। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। মানিকগঞ্জের জমিদারবাড়িতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করা হয়েছে।
বিজ্ঞাপনচিত্রটি নিয়ে রিয়াজ বলেন, ‘এক বছর নতুন একটি বিজ্ঞাপনের কাজ করেছি। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন এসেছে। এই বিজ্ঞাপনচিত্রে আমাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। কাজের অভিজ্ঞতা মন্দ নয়। ভালো পণ্য ও গল্প পেলে নিয়মিত বিজ্ঞাপনচিত্রে কাজ করতেও আমার আপত্তি নেই।’
নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ না হলেও নাটকে নিয়মিত অভিনয় করছেন রিয়াজ। গেল ঈদে বিভিন্ন চ্যানেলে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। আসছে কোরবানি ঈদের জন্যও নাটকে অভিনয় করবেন রিয়াজ। চলতি মাসে কোনো নাটকের শুটিং তাঁর নেই। আগামী মাস থেকে নতুন নাটকের শুটিং শুরু করবেন বলে জানান তিনি।
রিয়াজ আরো বলেন, ‘এরই মধ্যে নাটকের অনেক চিত্রনাট্য পেয়েছি। সব পড়ে দেখছি। যে চিত্রনাট্যগুলো ভালো লাগবে, সেই নাটকগুলোতেই অভিনয় করব বলে মনস্থির করেছি।’
বর্তমানে অভিনয়ের বাইরে নিজ পরিবার ও রেস্তোরাঁ ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন রিয়াজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন