নারী ও শিশু নির্যাতনের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার সুপারিশ

নারী ও শিশু নির্যাতনের বিচার বিশেষ ট্রাইবুনালে দ্রুততার সাথে সম্পন্ন করা আথবা নতুন ট্রাইবুনালে বিচার করার জন্য আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠক এ সুপারিশ করা হয়।
বৈঠকে ‘গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্প’ ও ‘নগর ভিত্তিক মহিলা উন্নয়ন’ প্রকল্পদ্বয়ের প্রাপ্তি, সমস্যা ও সম্ভাবনা এবং কমিটি বৈঠকের পূর্ববর্তী সভার সুপারিশ/সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় কমিটি শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত কারিকুলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যাচাইপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে চূড়ান্ত করার সুপারিশ করে।
বৈঠকে বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যভিত্তিক সমন্বিত প্রতিবেদন বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক ত্রৈ-মাসিকভিত্তিতে সংসদীয় কমিটিতে দাখিলের জন্য জোর সুপারিশ করা হয়।
বৈঠকে গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের পদ নিয়মিতকরণপূর্বক টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও, নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের রাজস্বখাতে আত্মীকরণ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন এমপি’র সভাপতিত্বে কমিটির সদস্য বেগম মেহের আফরোজ এমপি, মো: মোজাম্মেল হোসেন এমপি, মোছা: মাহাবুব আরা বেগম গিনি এমপি, বেগম মনোয়ারা বেগম এমপি ও বেগম ফজিলাতুন নেসা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন