না.গঞ্জে কাভার্ডভ্যান চাপায় ভাই-বোন নিহত
নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভাই-বোন নিহত হয়েছে। একই ঘটনায় তাদের মাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ৭টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের দরিকান্দী বাস স্টেশন এলকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোন তানিয়া (১৩) ও ভাই সানি হোসেন (১০)। এছাড়াও আহত মা হলেন হেনা বেগম (৩৯)। তাদের বাড়ি সনমান্দি ইউনিয়নের ভিত্তিকান্দি এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের এস আই আক্তারুজ্জামান জানান, একই পরিবারের তিনজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকাগামী তেতুল বহনকারী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ওই তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়া আক্তার ও সানি হোসেন মারা যায়। সঙ্গে থাকা তাদের মা হেনা বেগম গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন