নেত্রকোনায় বোমা হামলা : পনিরের ফাঁসি বহাল
নেত্রকোনায় উদীচীর সন্মেলনে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার (২৩ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী সন্মেলনে বোমা হামলার ঘটনায় ৮ জন নিহত হয়। ওই দিনই এ ঘটনায় নেত্রকোনা সদর থানায় জেমবি নেতা শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২০০৬ সালের ২৯ জুন আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
দাখিলকৃত চার্জশিটে শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইকে অভিযুক্ত করা হলেও ইতোপূর্বে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।
অপরদিকে এ মামলায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীকে ফাঁসির দণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আসাদুজ্জামান পনির আপিল আবেদন করলে ২০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট ফাঁসি বহাল রাখেন। তবে ইউনুছ আলী পলাতক এবং সালাউদ্দিন সোহেল রায়ের বিরুদ্ধে আপিল করেননি।
এরপর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আসাদুজ্জামান পনির আপিল আবেদন করলে আজ (২৩ মার্চ) আপিল বিভাগ তা খারিজ করে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দুর্গাপুরে মনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরে ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান মনি (৫০)বিস্তারিত পড়ুন

দুই ইঞ্জিনিয়ার ছেলে মাকে পিটালেন সম্পত্তির লোভে !
নেত্রকোনায় সম্পত্তির লোভের কারণে দুই ইঞ্জিনিয়ার ছেলের হাতে নির্যাতিত হয়েছেনবিস্তারিত পড়ুন

মা ফিরে এসে দেখে পাশের একটি ঘরে কিশোরী পান্নার ঝুলন্ত লাশ ! বিক্ষোভ চলছেই
নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কিশোরী পান্না আক্তারের ধর্ষকবিস্তারিত পড়ুন