পাইথনটির মুখে সরীসৃপ প্রাণী (ভিডিওসহ)
পাইথনের খানা-দানা বলে কথা। সহজ কিছু কী সে আর খাবারের তালিকায় রাখে! ভোজন রসিক বলে কথা। ডেইলি মেইলে প্রকাশিত হয়েছে তার ভোজনের একটি ভিডিও। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বাড়ির পেছনের জঙ্গল থেকে ভিডিওটি ধারণ করা হয়। তাতে দেখা যাচ্ছে, হীরের মতো চকচকে শরীরের বিশাল সাইজের একটি পাইথন গাছ পেচিয়ে আছে। তবে ভিডিওতে শরীরের পুরো অংশ দেখা যায়নি। পাইথনটির মুখে পুড়ে আছে একটি সরীসৃপ জাতীয় প্রাণী, নাম পোসাম। প্রথম দিকে প্রাণীটির শুধু সামনের কিছু অংশ পাইথনটির মুখে ছিল।
পোসামের শরীরের বেশিরভাগ অংশই ঝুলে ছিল। বড় লেজটি দেখে তা বোঝা যাচ্ছিল। ধীরে ধীরে পুরো প্রাণীটাকেই শরীরে ভেতরে চালান করে দেয়। তবে তা অতোটা সহজ ছিল না। কারণ বড়-সড় পোসামটি পাইথনের মুখের ভেতর আঁটসাঁট হয়ে ছিল। মনে হতে পারে, মুখের ভেতর পুরতে একটু কষ্টই হচ্ছে তার। পোসাম শিকার-সহ পুরো ভোজন পর্বটি চলে এক ঘণ্টা।
ওই বাড়িটির মালিক পাওলিন গুলফোর্ড। পুরো ঘটনাটি দেখেছেন তিনি।
আতঙ্কিত হয়ে তিনি বলেন, আমার বাড়িতে এ ঘটনা ঘটছে তা আমি কল্পনাও করতে পারছি না! এর আগেও যে কতবার ঘটেছে কে জানে! আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাটি অনেক সময় ধরেই চলেছে। তবে আমি পুরোটা দেখার সাহস পাইনি। সূত্র : ডেইলি মেইল
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন