রবিবার, অক্টোবর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পুলিশ সদস্যের ব্যক্তিগত বিচ্যুতির দায় ডিপার্টমেন্ট নেবে না

কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত বিচ্যুতির দায় ডিপার্টমেন্ট নেবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেছেন, পুলিশ সদস্যরা যেন অন্যায় কাজে জড়িয়ে না পড়েন সে জন্য কাউন্সিলিং ও ব্রিফিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অপরাধ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি শাহবাগ, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরে পুলিশ সদস্যরা যেসব অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেসব ঘটনার তদন্ত হচ্ছে। অনেক ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হয়েছে। যাত্রাবড়িতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমর্তাদের উপর পুলিশে মারধরের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি ডিএমপি থেকে অপরটি পুলিশ সদর দপ্তর থেকে।

মনিরুল বলেন, ‘পুলিশ সদর দপ্তরের ডিআইজি হারুন অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের যে কমিটি করা হয়েছে আমরা সে রিপোর্টকেই অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেব।’

সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করতে পারেন কি না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করতে পারবেন না এমন কোনো কথা নেই। তবে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সে দায়িত্ব পালন করতে হয়।’

পুলিশের অপরাধের তদন্ত পুলিশ করলে তদন্ত একপেশে বা প্রভাবিত হয় কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির এ যুগ্ম কমিশনার বলেন, ‘তদন্ত প্রভাবিত হবে না। কারণ পুলিশের উপর আস্থা রাখতে হবে। অতীতেও পুলিশের তদন্তেই পুলিশ সদস্যরা শাস্তি পেয়েছে, এমন ভুরি ভুরি প্রমাণ আছে।’

যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুরের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি কিম্বা ঊর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্ট কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখছে বলেও জানান মনিরুল ইসলাম।

এদিকে দাউদ মার্চেন্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার ব্যাপরে আমাদের কাছে কোনো তথ্য নেই। ২০০৯ সালে তার বিরুদ্ধে পুলিশ মামলা করেছিল, সেটা বিচারাধীন আছে। ওই মামলার চার্জশিটও দেয়া হয়েছে। বিনা অনুমতিতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে করা মামলাটি এখনো চলছে। তবে ৫৪ ধারায় তার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেই মামলা থেকে তার নাম প্রত্যাহারের জন্য প্রতিবেদন দেয়া হয়েছে।’

এছাড়া শাহাবাগে মদ্যপ পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনায় সম্পর্কে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সে তদন্তের বিষয়ে এই মুহূর্তে তার কাছে তথ্য নেই বলেও জানালেন মনিরুল ইসলাম

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল