প্রবাসীর সুন্দরী স্ত্রীকে নিয়ে যুবদলের সভাপতি উধাও
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর বিরুদ্ধে দুই সন্তানসহ ইতালি প্রবাসীর সুন্দরী স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে ফতুল্লা মডেল থানায় ওই প্রবাসীর স্ত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল জানান, ঢাকার পোস্তগোলা এলাকার মেয়ের সঙ্গে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার এক ইতালি প্রবাসীর বিয়ে হয়। তাদের সংসাদের দুইটি শিশু সন্তান রয়েছে।
পরিদর্শক (তদন্ত) শাহজালাল বলেন, ওই প্রবাসীর অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্শ্ববর্তী বাড়ির শহিদুল ইসলাম টিটু ওই গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের পরকীয়ার বিষয়টি উভয়ের পরিবারে জানাজানি হয়। এতে সংসারে অশান্তি দেখা দেয়। এরপর বিষয়টি নিয়ে পরিবার থেকে টিটুর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য ওই প্রবাসীর স্ত্রী বা গৃহবধূকে নিষেধ করা হয়।
গত সোমবার স্বামীর বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন জানতে পারে টিটুর সঙ্গে সে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে তাদের সন্ধানের চেষ্টা করা হচ্ছে।
এবিষয়ে জানতে শহিদুল ইসলাম টিটুর মুঠো ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
তবে স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে টিটুর বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। এ বিষয়ে আমি কিছু জানি না।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন
কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পারিবারিক বিরোধপূর্ণ মার্কেট লিখে নিতে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নারায়নগঞ্জবিস্তারিত পড়ুন