বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রমাণ হাতেই, তবু পুলিশ প্রতিবেদনে বিলম্ব

সব তথ্য প্রমাণ হাতেই আছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিও। তবুও সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলায় আদালতে প্রতিবেদন দিচ্ছে না পুলিশ।

সিলেটের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি বলছেন, খাদিজা যেহেতু সুস্থ হয়ে উঠছেন, সেহেতু তার জবানবন্দি নিয়েই প্রতিবেদন জমা দিতে চান তারা।

কিন্তু পুলিশের এই অবস্থানের কারণে প্রতিবেদন দিতে আরও দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, হামলার ১০ দিন পর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেয়া হলেও তিনি কথা বলার মতো অবস্থায় কখন যাবেন, সেটি অনিশ্চিত।

খাদিজার বাবা মাসুক মিয়ার অনুরোধ, সুষ্ঠভাবে যেনো এই মামলার তদন্ত করা হয়। তিনি বলেন, ‘আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে আসতে না পারে।’

গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে শাহজালাল বিশ্বদ্যিালয়ের ছাত্রলীগের নেতা বদরুল আলমের কোপানোর ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরদিন থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খাদিজা। ১০ দিন লাইফ সাপোর্ট থাকা খাদিজার অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে তার লাইফ সাপোর্ট পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হয়েছে। তবে তাকে নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

হামলার পরই বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। আর পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুছ বাদী হয়ে নগরীর শাহপরান থানায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। তারও পরদিন বদরুল সিলেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তারখাদিজাকে দেখতে গিয়ে স্কয়ার হাসপাতালে গত ৫ অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, খাজিদার ওপর বদরুলের হামলার তথ্য-প্রমাণ সবই আছে। এর দ্রুত বিচার করা কোনো ব্যাপার নয়।

তথ্য প্রমাণ থাকার পরও অভিযোগপত্র দিতে কেন দেরি হচ্ছে-জানতে চাইলে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি ঢাকাটাইমসকে বলেন, ‘সবই আমাদের নাগালের মধ্যে। তবে আলামত ছাড়া তো আমরা অভিযোগপত্র দিতে পারি না। মামলা তো আদালতে ওঠবে, আসামিপক্ষও লড়বে, তাই প্রমাণ লাগবে। এর জন্যই অপেক্ষা করছি।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ডাক্তারের প্রতিবেদনের জন্য স্কয়ার হাসপাতালে চিঠি পাঠানো হয়েছে। আর খাদিজা যেহেতু সুস্থ হয়ে ওঠছে, তাই তার সাক্ষ নেয়ার পরই আমরা অভিযোগপত্র দেবো, যেন আসামির সর্বোচ্চ সাজা হয়।

শাহজালাল মুন্সি বলেন, ‘ইন্সপেক্টর হারুন মামলাটি তদন্ত করছেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছি। আর যদি খাদিজার সাক্ষী নেয়া সম্ভব না হয় তাহলে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবো’-বলেন ওসি শাহজালাল মুন্সি।

এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক বলেন, ‘আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মামলাটির তদন্ত করছি। যাতে আসামি ফাঁকফোঁকর দিয়ে বেরিয়ে আসতে না পারে এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সরকারের সর্বোচ্চ মহল থেকেও মামলাটির তদারকি করা হচ্ছে।’

প্রতিবেদনের অপেক্ষায় জেলা প্রশাসন

খাদিজা হত্যা চেষ্টা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিলেটের আইনশৃঙ্খলা কমিটি। পুলিশ অভিযোগপত্র দিলেই এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের প্রক্রিয়া সম্পর্কে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর বলেন, ‘অভিযোগপত্র দিলেই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের প্রস্তাব দিয়ে জেলা প্রশাসক সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখান থেকে গেজেট প্রকাশের পরই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসবে।’দ্র

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা আসলে বিচার কাজ দ্রুত শেষ করার আশা করছেন সরকারি এই আইনজীবী।

এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার