প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকতে হবে
প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু নভো থিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ‘সিভিল সার্ভিস ইন ডেভেলপমেন্ট ইনোভেশন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সরকারের কাজে গতি বাড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণ সরকারের কাছ থেকে নয়, বরং সরকারই জনগণের কাছে গিয়ে সেবা দেবে।
প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের টানা দুই মেয়াদে সারা দেশে পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে প্রায় ২০০ ধরনের সেবা পাওয়া যায়। তিনি বলেন, জনপ্রশাসনের দক্ষতা বাড়াতে এ পর্যন্ত ১০৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে উন্নয়ন উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় কয়েকটি জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনারের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাহাত্তরের সংবিধান অবৈধ, এটি প্রণয়ন করেছিলেন পাকিস্তানের গণপরিষদের সদস্যরা’
পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যরা বাহাত্তরের সংবিধান প্রণয়ন করেছিলেন তাই এটিবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২: চতুর্থ দিন রাতেও উৎসুক জনতার ভিড়
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চতুর্থ দিনবিস্তারিত পড়ুন

আসিফ নজরুল: সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই
অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই বলে মন্তব্য করেবিস্তারিত পড়ুন