পড়ে আছে ৫ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি, মালিক কে?

অবৈধভাবে আমদানি করা ৫ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি পাওয়া গেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেই গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার সকালে তেজগাঁওয়ের ৩৪৫ নম্বরের মাল্টিব্রান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিএমডাব্লিউ গাড়িটি তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে- এমন খবরে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে গোয়েন্দারা।
গাড়িটি ওয়ার্কশপের জিম্মায় দেয়া হয়েছে। অনুসন্ধান করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিএমডব্লিউ এক্স৫ মডেলের গাড়িটি কালো রঙের। এটির ইঞ্জিন ক্যাপাসিটি প্রায় ৩০০০ সিসি, যার শুল্ক মোট গাড়ির মূল্যের ৬০১ %। গাড়িটিতে ঢাকা মেট্রো-শ ০০-০৫০১ নম্বরের একটি নকল নম্বর প্লেট লাগানো ছিল।
ওয়ার্কশপ সূত্রে জানা গেছে, তাজুল নামের এক ড্রাইভার প্রায় এক মাস আগে মেরামতের জন্য গাড়িটি ওয়ার্কশপে রেখে যান। এরপর কেউ এটি নিতে আসেননি। অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন