ফেসবুকে প্রধানমন্ত্রী ও তার স্বজনদের নামে ভুয়া পেজ, বন্ধের অনুরোধ
রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা কিংবা রেহানাপুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো পেজ পরিচালিত হয় না বলে জানিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়ে ওই পেজগুলো বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
শনিবার রাতে আওয়ামী লীগের পেজে দেয়া ওই পোস্টে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু ফেসবুক পেজ বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে নানাবিধ বিভ্রান্তিমূলক আপডেট ও খবর প্রকাশ করছে।’
আরো বলা হয়, ‘অনেক পেজের বিবরণে আবার এডমিনরা লিখছেন “এই পেজ অফিসিয়াল” কিংবা তাদের (মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য) “তত্ত্বাবধানে পরিচালিত”; এই তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট।’
‘একটি বিশেষ ঘোষণা’ শীর্ষক ওই পোস্টে বলা হয়েছে, ‘দেশবাসীকে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল কর্তৃক কোন ফেসবুক পেজ পরিচালিত হয় না।’
প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নামে পরিচালিত কয়েকটি বিভ্রান্তিমূলক ফেসবুক পেজের লিঙ্ক ওই পোস্টে সংযুক্ত করে বলা হয়, ‘এই সকল পেজের এডমিনদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে পেইজগুলো ‘Unpublished’ করার জন্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন