বগুড়ায় বাস উল্টে মা-ছেলেসহ নিহত ৩, আহত ১০

বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মা-ছেলেসহ ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলো- বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৩৫) ও তার ছেলে সূর্য (১০)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, শাহীন-শাওন নামের যাত্রীবাহী বাসটি গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বগুড়ার ঝোপগাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা ও ছেলেসহ ৩ যাত্রীর মৃত্যু হয়। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন